ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই মানেই স্নায়ুর প্রচণ্ড যুদ্ধ। বিশ্বকাপের মঞ্চে গতকাল রাতে দেখা মিলেছিল এই মহাযুদ্ধের। ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় অজিরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই ম্যাচে হারের পর সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্নের সমালোচনার মুখে পড়েছেন স্টিভেন স্মিথরা।

দল নির্বাচন ও ম্যাচে অস্ট্রেলিয়া দলের পরিকল্পনা পছন্দ হয়নি এই সাবেক অজি গ্রেটের। তিনি বলেন, ‘মার্শকে বাদ দেয়াটা হতাশাজনক ছিল। ম্যাক্সওয়েলের সবসময় পাওয়ার প্লে শেষে আসা উচিত। স্টয়নিসের আগে নামা উচিত ছিল। জঘন্য পরিকল্পনা ছিল।’

সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের দলে থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যানকে নিয়ে ওয়ার্ন বলেন, ‘আমি স্মিথকে পছন্দ করি কিন্তু তার টি-টোয়েন্টি দলে থাকা উচিত না। মার্শের জায়গা পাওয়া উচিত।’

ওয়ার্নের এই মন্তব্যের পরে অবশ্য ক্ষোভে ফেটে পড়েন অনেক অজি সমর্থক। ওয়ার্নারের মন্তব্যের বিপক্ষে ক্ষিপ্ত হয়ে অনেকে বাঁকা মন্তব্যও ছঁড়ে দেন। ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে মাত্র ১ রান করে আউট হয়ে যান স্মিথ।

এআইএ/এনইউ