বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আজ (বুধবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষ কিউইদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্কটিশরা।

নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে তেমন উত্তাপ না থাকলেও ভারতীয় সমর্থকদের ভাবনায় থাকছে এই ম্যাচ। কেননা কোহলিদের বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে হলে কিউইদের যে একটি ম্যাচ হারাটা জরুরি। তাই আজ এই দুই দেশের ম্যাচের তৃতীয় পক্ষ হিসেবে ভারতীয় দর্শকরাও যে থাকবে তা বলাই যায়।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

স্কটল্যান্ড একাদশ : জর্জ মুন্সে, কাইল কোয়েটজার, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, আলাসডেয়ার ইভান্স ও ব্র্যাডলি হুইল।

টিআইএস/এমএফ