বাংলাদেশ ও উইন্ডিজকে হারিয়ে গর্ব হচ্ছে অস্ট্রেলিয়া কোচের
দারুণ ভারসাম্যপূর্ণ এক অস্ট্রেলিয়া দলেরই দেখা মিলেছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার তাদের বিশ্বকাপ পারফরম্যান্সে ফেলেনি কোন প্রভাব। এমন পারফরম্যান্সে দল নিয়ে যারপরনাই সন্তুষ্ট অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।
তিনি বলেন, ‘আমাদের দারুণ সমৃদ্ধ ইতিহাস রয়েছে, এটা নিয়ে আমাদের কিছু করার নেই। দলের সঙ্গে ভবিষ্যতে যা হবে তাও আমাদের হাতে নেই। শেষ দুটি খেলার পর আমি ছেলেদের নিয়ে গর্বিত বোধ করছি।’
বিজ্ঞাপন
শিষ্যদের সঙ্গে দলের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছেন বলে জানান ল্যাঙ্গার। তিনি বলেন, ‘রান রেট নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশকে অল্প রানে বেঁধে ফেলার পর আমরা এটা নিয়ে কথা বলি। এরপর আমরা আমাদের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। মনোযোগী থাকার ব্যাপারে কথা হয়েছে, আমরা এখন কি করতে পারি তা নিয়েও।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে অজি কোচ বলেন, ‘আমাদের গতকাল জিততেই হত। দুশ্চিন্তাময় একটি দিন ছিল। যা করতে পারতাম তা আমরা করেছি। আমি ছেলেদের নিয়ে সত্যিই গর্বিত। তারা দারুণ খেলেছে, সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে।’
বিজ্ঞাপন
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া একসময় সেরা দল ছিল দাবি করে ল্যাঙ্গার বলেন, ‘বেশি আগের কথা নয়, তারা বিশ্বের সেরা টি-টোয়েন্টি দল ছিল। আমাদের ক্রিকেটই প্রমাণ করে আমরা বিশ্বসেরা হতে পারি। ইংল্যান্ড এই মুহূর্তে এগিয়ে আছে তবে আমাদের দারুণ সম্ভাবনা রয়েছে। এই টুর্নামেন্টে থেকে আমরা দারুণ কিছু শিখছি এবং আত্মবিশ্বাস পাচ্ছি সামনে এগিয়ে যাওয়ার জন্য।’
এআইএ/এনইউ