সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আছেন পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে। তার অধীনে পাকিস্তানের ব্যাটিং অর্ডার পারফর্ম করছে বেশ। হেইডেন নিজেও উপভোগ করছেন তার এই ভূমিকাকে। শুধু তাই নয়, পাকিস্তান জাতীয় দলের আধ্যাত্মিক সংস্কৃতিও তাকে বেশ মুগ্ধ করেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন তিনি।  

তবে তার কথায় উঠে এল, ওপেনার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গেই তার সখ্যতা বেশি। তাও আবার এই সখ্যতার ভিত্তি হিসেবে কাজ করেছে দু’জনের ধর্মীয় বিশ্বাস। রিজওয়ান তাকে একটা ইংরেজি ভাষার কোরআন উপহার দিয়েছেন। আর তিনি জানালেন, তা রোজ নিয়ম করে পড়ছেনও তিনি। 

নিউজ কর্প অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হেইডেন বলেন, ‘রিজির সঙ্গে একটা সুন্দর মুহূর্ত আছে আমার, যা আমি কখনো ভুলব না। আমি খ্রিষ্টান হওয়ার পরও ইসলাম নিয়ে বেশ উৎসুক। একটা ধর্ম যীশুখ্রিষ্টকে অনুসরণ করে, অন্যটা মুহাম্মদকে; দুটো ধর্ম এক অর্থ কখনো এক বিন্দুতে মেলে না। কিন্তু সে (রিজওয়ান) আমাকে কুরআনের একটা ইংরেজি সংস্করণ উপহার দিয়েছে।’

‘আমরা মাটিতে বসে আধাঘণ্টার মতো এ নিয়ে আলোচনা করেছি। আমি এখন এটা প্রতিদিনই একটু একটু করে পড়ছি। রিজওয়ান আমার খুব পছন্দের একজন, মানুষ হিসেবেও সে একজন চ্যাম্পিয়ন।’

খুব ধার্মিক হওয়ার পরও পাকিস্তানি খেলোয়াড়দের নিরপেক্ষতা মুগ্ধ করেছে হেইডেনকে। তিনি বলেন, ‘এই ছেলেরা যেমন নিরপেক্ষ আর নম্র, তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এমনটাই তো হওয়া উচিত ছিল!’ 

দলের আধ্যাত্মিকতাও নজর কেড়েছে তার, ‘তাদের সঙ্গে কাজ করাটা আনন্দের। তাদের নির্দেশনা দেওয়াটা খুবই সহজ। এটা আবার তাদের মধ্যে বেড়ে উঠেছে আধ্যাত্মিকতার মাধ্যমে।’

‘একজন পশ্চিমা হিসেবে আপনি নিবেদন আর বিশ্বাসের প্রয়োগটা সে ভাবে বোঝার কথা নয়। এমনকি তাদের সালাতের কথাই ধরুন। দিনে পাঁচবার সেটা সম্পাদন করতে হয়। আর এটা যখন হয়, এই ছেলেরা আরও ভালোভাবে ঐক্যবদ্ধ হয়। এটা ‘হেই, কেমন যাচ্ছে দিনকাল?’ এমন কিছু নয় আদৌ।’

এনইউ