দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটাচ্ছিল পাকিস্তান। সেমিফাইনালেও বেশির ভাগ সময় এগিয়ে ছিল তারাই। কিন্তু শেষ অবধি এসে গড়বড়। শেষ চারে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে তাদের।

ম্যাচের পুরোটা সময় অজিদের চাপে রাখলেও শেষদিকে মোড় ঘুরিয়ে দেন মার্কোস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। টুর্নামেন্ট থেকে বিদায় হয় পাকিস্তানের। এ নিয়ে আফসোস থাকলেও এবারের বিশ্বকাপে পাকিস্তান যেভাবে খেলেছে, তাতে গর্বিত দলটির অধিনায়ক বাবর আজম।

সেমিফাইনালে ক্যাচগুলো ঠিক মতো নিতে পারলে পরিস্থিতি ভিন্ন হতো বলে মনে করেন বাবর, ‘আমরা প্রথম ইনিংসে শুরুটা যেভাবে করেছিলাম, যেমন লক্ষ্য দিতে চেয়েছি সেটা পেরেছি। কিন্তু আমরা অতিরিক্ত সুযোগ দিয়ে দিয়েছি তাদের ইনিংসের শেষদিকে। যদি আমরা ক্যাচগুলো নিতে পারতাম, এটা পার্থক্য গড়ে দিতো।’ 

দলকে নিয়ে গর্বের কথা জানিয়ে বাবর বলেছেন, ‘যেভাবে টুর্নামেন্টে আমরা খেলেছি, অধিনায়ক হিসেবে আমি সন্তুষ্ট। আশা করি আমরা চেষ্টা করবো আর ভুল থেকে শিখবো। অবশ্যই যদি আমরা এই টুর্নামেন্টে ভালো খেলে থাকি সেটা আমাদের আত্মবিশ্বাস দেবে, আমরা এভাবেই খেলে যাবো।’

তিনি আরও বলেন, ‘দলের সবাইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই ঠিকঠাক পালন করেছে। যেভাবে সমর্থকরা আমাদের সমর্থন দিয়েছে, দল হিসেবে আমরা এটা অনেক উপভোগ করেছি। যেটা আমরা সবসময় করি। দর্শকদের কাছে এটার জন্য আমি কৃতজ্ঞ।’

এমএইচ