সিরিজের ৫ দিন বাকি, তবুও কেন দল ঘোষণায় দেরি?
মাত্র ৫ দিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে আগেই। আজ (শনিবার) ওই দলের সদস্যরা পা রেখেছে বাংলাদেশে। অথচ সিরিজ শুরুর সময় এগিয়ে এলেও স্কোয়াড ঘোষণায় গড়িমসি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ আকরাম খান জানালেন, ব্যর্থতার খোলস ছেড়ে বের হওয়ার সঙ্গে সমর্থকদের প্রত্যাশা মেটাতে দল ঘোষণায় দেরি হচ্ছে।
মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা হয়তো ১৬ তারিখের দিকে ফাইনাল করে দেব। উনারা (নির্বাচক) ১৫ তারিখ দল দেবে। আমরা ১৬ তারিখ দেব। কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। সেখানে নতুন খেলোয়াড় দেখতে পারবেন। ২-১ জন পরিবর্তন হতে পারে।’
বিজ্ঞাপন
আকরামের কথায় পরিষ্কার, এবারের টি-টোয়েন্টি দলে বেশকিছু পরিবর্তন আসছে। সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরিতে থাকায় এখানে দু-একটি নতুন মুখ দেখা যেতে পারে। এক্ষেত্রে সমর্থকদের প্রত্যাশা মাথায় রাখছে বিসিবি।
আকরাম বলেন, ‘আমাদের জন্য কঠিন টুর্নামেন্ট হবে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের ফর্মটা ওরকম ভালো না। ফর্ম চলে আসবে। এটা এক সময় উপরে থাকে এক সময় নিচে থাকে। আমরা যে কাজ করতে পারি, পারফরম্যান্সগুলো ভালো করে করতে পারি। বাংলাদেশের জনগনের প্রত্যাশা যেন মেটাতে পারি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন আকরাম, ‘খেলোয়াড়রা যে খারাপ খেলছে শুধু সেটা ধরলেই তো হবে না। পুরো দলটা পরিবর্তন করলেই ফল আসবে এমন ধারণা ভুল। হ্যাঁ, কিছু খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা ভালো ছিল, আশা ছিল। তারা ওরকম করতে পারিনি।’
টিআইএস/এমএইচ