মার্টিনেজের ব্যক্তিত্বে মুগ্ধ তিনি
সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার অন্যতম বড় ভরসা এমিলিয়ানো মার্টিনেজ। ২৮ বছর পর দেশটির কোপা আমেরিকার শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। একের পর এক ম্যাচে করছেন দারুণ পারফরম্যান্স। অল্প কয়েকদিনের জাতীয় দলের ক্যারিয়ারেই হয়েছে বেশ নামডাক।
টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্টিনেজ। তাকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক সান্তিয়াগো কানিজারেস। তাকে তুলনা করেছেন সাবেক গোলরক্ষক ফিল্লোলের সঙ্গে।
বিজ্ঞাপন
মার্টিনেজের ব্যক্তিত্বে মুগ্ধ সান্তিয়াগো বলেছেন, ‘সে ব্যক্তিত্ববান একজন, লড়াই করতে চায়। ব্যক্তিত্ব থাকা গোলরক্ষকের প্রথম বিষয়, তার মধ্যে আছে। আমি তার নেতৃত্ব গুণে অবাক হয়েছি, দলের বাকি সদস্যদের সঙ্গে তার সম্পর্কও দারুণ।’
তিনি আরও বলেন, ‘মার্টিনেজ আমাকে অন্য সময়ের একজন গোলরক্ষককে মনে করিয়ে দেয়। যখন সে আরও প্যাশনের সঙ্গে লড়ত। তার আলাদা পরিচয় আছে কিন্তু সে ফিল্লোলের মতোই সিদ্ধান্ত নিতে পারে। তার শরীরও এখনকার গোলকিপারদের জন্য যা দরকার তাই, রোয়া বা রোমেরোর মতো। সঙ্গে স্কিল তো আছেই।’
বিজ্ঞাপন
এমএইচ