আগের দিনই লা লিগার সভাপতি তাকে তুলনা করেছিলেন আনসু ফাতির সঙ্গে। সেটি শুনেই কি এমন তেতে উঠলেন কিলিয়ান এমবাপে? কাজাখাস্তানের বিপক্ষে তিনি একাই করলেন চার গোল। জোড়া গোল করলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। বিশাল জয় তুলে নিয়েছে তাদের দল ফ্রান্স।

শনিবার রাতে প্যারিসে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৮-০ গোলে জিতেছে দিদিয়ের দেশমের দল। তাতে কাতার বিশ্বকাপে খেলাও নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১২৫তম স্থানে থাকা কাজাখাস্তানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স।

ম্যাচের ১২ মিনিটের ভেতর দুই গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। প্রথম গোলটি আসে বেনজেমার সহায়তায়। তিনি বল দেন থিও হার্নান্দেজকে। তার কাট ব্যাকে বল পেয়ে জালে জড়ান এমবাপে। এরপর বারোতম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক বক্স ছেড়ে বেরিয়ে এলে তাকে ফাঁকি দিয়ে গোল করেন এমবাপে।

৩২তম মিনিটে জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখাও পেয়ে যান এমবাপে। কোম্যানের ক্রসে ডি-বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে হেডে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান আরও বাড়ান বেনজেমা।

৭৫তম মিনিটে জালের দেখা পান রাবিও। ৮৪তম মিনিটে সফল স্পট-কিকে স্কোরলাইন ৭-০ করেন গ্রিজম্যান। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে নিজের চতুর্থ গোলটি করেন এমবাপে। ৮ গোলের বড় জয় পায় ফ্রান্স।

১৯৫৮ সালের জুনে তখনকার পশ্চিম জার্মানির বিপক্ষে ফ্রান্সের হয়ে সর্বশেষ ৪ গোল করেছিলেন জুস্ত ফঁতেইন। এবার করলেন এমবাপে। ৭ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে তাদের।

এমএইচ