ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে আজ সোমবার (১৫ নভেম্বর) নিজ নিজ ম্যাচে জিতে ঢাকা পোস্ট, ভোরের ডাক, আরটিভি, জাগো নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড, ইনকিলাব, এটিএন নিউজ, নিউজ বাংলা২৪ ও মানবজমিন ফাইনালে উঠেছে। আগামীকাল সবাই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অবতীর্ণ হবে। এদিন ঢাকা পোস্টের প্রতিপক্ষ আরটিভি। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) পল্টন ময়দানে ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা এগারোটায়। ঢাকা পোস্ট জি গ্রুপে খেলছে। নকআউট ভিত্তিক প্রতিযোগিতায় ঢাকা পোস্ট দুই ম্যাচ জিতে এখন গ্রুপের ফাইনালে। আগামীকাল আরটিভিকে হারালে টুর্নামেন্টের শেষ আটে খেলতে পারবে।

আজ সোমবার চতুর্থ দিনে পল্টনের আউটার স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভোরের ডাক ৯ রানে কালের কণ্ঠকে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে ঢাকা পোস্ট ৫ উইকেটে নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকা পোস্টের আবু সালেহ সায়াদাত। তৃতীয় ম্যাচে আরটিভি ৪ উইকেটে অবজারভারকে, চতুর্থ ম্যাচে জাগো নিউজ ৪০ রানে যমুনা টিভিকে, পঞ্চম খেলায় বিজনেস স্ট্যান্ডার্ড ৫ উইকেটে চ্যানেল ২৪-কে, ষষ্ঠ ম্যাচে ইনকিলাব ১ উইকেটে একুশে টিভিকে এবং সপ্তম ম্যাচে এটিএন নিউজ ২৩ রানে পরাজিত করেছে দৈনিক আমাদের সময়কে। 

অষ্টম ম্যাচে টুর্নামেন্টের নিয়মানুসারে নিউজ বাংলা২৪ বোল্ড আউট পদ্ধতিতে (১/০) বাংলাদেশ প্রতিদিনকে এবং শেষ ম্যাচে মানবজমিন (২/০) বোল্ড আউট পদ্ধতিতে দিনকালকে পরাজিত করে। বিজয়ীদের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসাসহ অনেকে।

এজেড/এইচকে