একজন লেগ স্পিনারের আক্ষেপ দীর্ঘদিনের। বিশ্বকাপের মতো মঞ্চে লেগ স্পিনার ছাড়া খেলেছে বাংলাদেশ দল। ১৬টি দেশের মধ্যে ১৫ দলের লেগ স্পিনার থাকলেও ব্যতিক্রম ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিশ্বকাপ থেকে ফিরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পান লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। আজ (শুক্রবার) প্রথম ম্যাচের একাদশেও ছিলেন তিনি। তবে বোলিং করেছেন কেবল ২ বল!

২০ ওভারের ম্যাচে ম্যাচটিই যখন হাত ছাড়া, ৬ বলে লাগে ২ রান, তখন ইনিংসের শেষ ওভারে আমিনুল ইসলাম বিপ্লবকে প্রথমবার বোলিংয়ে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে এর কারণ দর্শাতে জানালেন, ক্রিজে পাকিস্তানের দুজন বাঁহাতি সেট হয়ে যাওয়ায় বিপ্লবকে বোলিং দেননি। নিজে হাত ঘুরিয়েছেন মাহমুদউল্লাহ। নিজে হাত ঘুরিয়েছেন ৩ ওভার।

ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বললেন, ‘পরিকল্পনা ছিল বোলিং করানোর। কিন্তু যেহেতু দুটি বাঁহাতি ব্যাটসম্যান ছিল। এজন্য আমাকে বল করতে হয়েছে।’

মূলত ২৩ রানে ৪ উইকেট হারানোর পর ফখর জামান আর খুশদিল শাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দুজনেই বাঁহাতি। সেজন্যই বিপ্লবকে বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহ।

টিআইএস/এমএইচ