রানটা খুব বেশি নয়। পাকিস্তানেরও তাই তাড়া নেই। দেখেশুনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তারা। দুই ওপেনার পাওয়ার প্লেতেও রান তুলেছেন রয়েসয়ে। তবে হারাননি উইকেট। পাওয়ার প্লের ছয় ওভারে ২৮ রান তুলেছে পাকিস্তান।

তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দেয় ১২৫ রানের লক্ষ্য। প্রথম ওভারেই মাহমুদউল্লাহ রিয়াদ বল তুলে দেন মেহেদী হাসানের হাতে। ওই ওভারে তিন রান দেন তিনি। 

পরের ওভারে তাসকিন আহমেদ দেন চার রান। এই দুই ‍ওভারে একটিও বাউন্ডারি হজম করেনি বাংলাদেশ। পাকিস্তান বাউন্ডারি পায়নি নাসুম আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারেও। এই ওভার থেকে আসে কেবল ২ রান।

চতুর্থ ওভারের চতুর্থ বলে প্রথম বাউন্ডারি পায় পাকিস্তান। শহীদুল ইসলামের বলে চার হাঁকান বাবর আজম।

পাওয়ার প্লের পর বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন আমিনুল ইসলাম বিপ্লব। সপ্তম ওভারের শেষ বলে বাবরকে ফেরান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার ৪ বল শেষে ৪১ রান তুলেছে পাকিস্তান। 

এমএইচ/জেএস