ব্যাট দিয়ে অদ্ভুতভাবে স্টাম্প ভেঙে আলোচনায় লঙ্কান ক্রিকেটার
হিট উইকেটের শিকার হয়ে নিজের ইনিংস বিসর্জন দেওয়ার ঘটনা ক্রিকেটে নতুন কিছু নয় মোটেও। এই তো, গেল রোববারই তো নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হার্শাল পাটেল মাঠ ছেড়েছেন হিট উইকেটের শিকার হয়ে। এর ঠিক পরের দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে হিট উইকেট হলেন শ্রীলঙ্কার ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা। তবে যেভাবে আউট হয়েছেন তিনি, সেটার ধরন খুবই অদ্ভুত। সেটাই রীতিমতো আলোচনার সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দারুণ শুরুর পর লঙ্কানরা যেন কিছুটা পথ হারিয়ে বসেছিল। ১৩৯/০ থেকে ১৭০/৩ হয়ে গিয়েছিল ১৫ ওভারের ব্যবধানে। তখনই ধনাঞ্জয়া এলেন ব্যাট করতে। ওপেনার দ্বিমুথ করুনারত্নেকে সঙ্গে নিয়ে গড়েছিলেন দারুণ এক জুটি। ১১১ রানের জুটিতে দলকে এনে দিয়েছিলেন বড় স্কোরের ভিত।
বিজ্ঞাপন
এরপরই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দেখল সে ‘কীর্তি’। ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েলের শর্ট বলে খানিকটা লাফিয়ে উঠে ঠেকাতে চেয়েছিলেন তিনি। তার ব্যাটে লেগে বল পিচে পড়ে যাচ্ছিল স্টাম্পের দিকে। প্লেড-অন ঠেকাতে পড়িমরি করে বলটা ব্যাট দিয়ে আটকাতে যান বল।
— FlashScore Cricket Commentators (@FlashCric) November 22, 2021
প্রথম বার ব্যাটে বলে হয়নি। পরেরবার বল সরাতে গিয়ে উইকেটেই মেরে বসেন তিনি। ফলে সাজঘরে ফিরতেই হয় তাকে। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে রীতিমতো।
বিজ্ঞাপন
তার বিদায়ের কিছু পর করুনারত্নেও ফিরেছেন সাজঘরে। শ্রীলঙ্কার ‘লড়াকু’ স্কোরটা তাতে আরও বড় হতে হতেও হয়নি। প্রথম ইনিংসে ৩৮৬ তুলেছে তারা। তবে বোলারদের কল্যাণে সেটাকেই এখন মনে হচ্ছে যথেষ্ট। ক্যারিবিয়ানরা যে জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে বসেছে ১১৩ তুলতেই! তৃতীয় দিনের শুরুতে এখন তাদের লড়াইটা ফলো-অন এড়ানোর। সেটা করতে হলেও এখন তাদের চাই আরও ৭৪ রান।
এনইউ