মিডিয়া কাপ ফুটবলে ঢাকা পোস্টসহ দ্বিতীয় দিনে জয়ী যারা
প্রাণ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে আজ (সোমবার) ছিল দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বৈশাখী টিভি, প্রথম আলো, ৭১ টিভি, এটিএন নিউজ, ঢাকা পোস্ট, আজকের পত্রিকা, ইনকিলাব, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও আমাদের সময়।
আজ সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বৈশাখী টিভি টাইব্রেকারে কালের কণ্ঠকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বৈশাখী টিভির আশিক মাহমুদ। পরের ম্যাচে প্রথম আলো ২-০ গোলে জনকণ্ঠকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন প্রথম আলোর রিয়াদুল করিম।
বিজ্ঞাপন
তৃতীয় ম্যাচে ৭১ টিভি ২-১ গোলে খোলা কাগজকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের রাশেদ আহমেদ। পঞ্চম ম্যাচে ঢাকা পোস্ট ১-০ গোলে ভোরের কাগজকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের একমাত্র গোলদাতা আবুল হাসনাত শাহীন।
সপ্তম ম্যাচে ইনকিলাব ৫-০ গোলে সমকালকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইনকিলাবের মাইনুল হাসান সোহেল। অষ্টম ম্যাচে বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ পোস্টের মধ্যকার খেলায় বাংলাদেশ প্রতিদিন জয়লাভ করে।
বিজ্ঞাপন
নবম ম্যাচে ডেইলি সান ১-০ গোলে ঢাকা টাইমসকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের শওকত আলী খান লিথো। দিনের শেষ খেলায় আমাদের সময় ১-০ গোলে সংগ্রামকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আমাদের সময়ের নজরুল ইসলাম।
গত দিনের মতো আজও ওয়াকওভার হয়েছে। দিনের চতুর্থ ম্যাচে এটিএন নিউজ ওয়াক ওভার পায় আমাদের অর্থনীতির বিপক্ষে, ষষ্ঠ ম্যাচে আজকের পত্রিকা ওয়াক ওভার পায় ইত্তেফাকের বিপক্ষে। আগামীকাল একই ভেন্যুতে দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এজেড/এমএইচ