হাসান আলীকে ফিরিয়ে তাইজুল ইসলাম নিজের পাঁচ উইকেট শিকার নিশ্চিত করেছিলেন। এরপর এবার সাজিদ খানকে আউট করে সাজঘরের পথ দেখালেন এবাদত হোসেন। তাতে লিড নেওয়ার দারুণ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের।

নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে পাকিস্তান। তাই দেখেই হয়তো প্রতি আক্রমণের কৌশল বেছে নিয়েছিলেন হাসান আলী। তাইজুল ইসলামকে মিড অনের ওপর দিয়ে ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি।

তবে সেই অতি আক্রমণাত্মক কৌশলেই শেষমেশ উইকেটটা গচ্চা গেল তার। তাইজুলকে উইকেট ছেড়ে তেড়েফুঁড়ে বেরিয়ে এসে আবারও ছক্কা হাঁকাতে চেয়েছিলেন হাসান। তবে তাকে টার্নে বিভ্রান্ত করে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশি স্পিনার। তাকে বিদায় করে ক্যারিয়ারের নবম পাঁচ উইকেট শিকার করে নেন তাইজুল। 

এর কিছু পরেই এবাদত আবারও আঘাত হানেন পাক শিবিরে। সাজিদ খানকে দারুণ সেট আপের শিকার বানিয়ে বোল্ড করেন বাংলাদেশি পেসার। তাতে ২৪০ রানে অষ্টম উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

এনইউ