সুজনের পরামর্শে ওপেনিংয়ে নেমে মিঠুনের ১৭৬
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন মোহাম্মদ মিঠুন। জাতীয় দলে তিনি অনেকদিন ধরেই নেই। কিছুদিন আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএলে) ভালো করতে পারেননি। তবে বিসিএলে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নেমে খেলেছেন ১৭৬ রানের দারুণ এক ইনিংস।
এই ম্যাচেই প্রথমবারের মতো ইনিংস উদ্বোধনে নামেন জাতীয় দলে খেলা এই তারকা ক্রিকেটার। কার পরামর্শে হঠাৎ মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে চলে এলেন মিঠুন? এই ব্যাটসম্যান জানিয়েছেন তিন জনের কথা। বলেছেন, জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও অধিনায়ক মুমিনুল হকের পরামর্শেই নাকি ইনিংস উদ্বোধনে এসেছেন তিনি।
বিজ্ঞাপন
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘সুজন ভাইয়ের সঙ্গে কথা হয়। এছাড়া হেড কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মুমিনুলের সঙ্গেও কথা হয়েছে। মূলত এই তিনজনের সঙ্গে কথা বলেই ওপেনিংয়ে আসার সিদ্ধান্ত নেই।’
নিজের দারুণ ইনিংসের পথে মিজানুর রহমানের সঙ্গে লম্বা এক জুটিও গড়েছেন মোহাম্মদ মিঠুন। আগের দিন প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয় নর্থ জোন। জবাবে বিনা উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করে ওয়ালটন সেন্ট্রান জোন। আজ এই জুটি থেকে আসে ৩২৭ রানের জুটি।
বিজ্ঞাপন
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। মিজানুর ১৬২ রান করে আউট হন। ২৫৭ বলে ২১ চার ২ ছক্কায় খেলেন ১৭৬ রানের ইনিংস খেলেন মিঠুন।
এই জুটি নিয়ে মিঠুন বলেছেন, ‘অবশ্যই রান করলে তো সবসময় ভালো লাগে। রেকর্ডের ব্যাপারটা আসলে মাথায় ছিল না। এত কিছু চিন্তা করে হয় না। আমার শুধু লক্ষ্য ছিল একটি বড় জুটি গড়ার। মিজানও দারুণ একটি ইনিংস খেলেছে। আমরা দুজন সেট ছিলাম। চেষ্টা করেছি জুটিটা যত বড় করা যায়।’
এমএইচ