জুনের আগে ফেরা হবে না আর্চারের
চোটের সঙ্গে সখ্যতা তার বহু পুরোনো। তবে সবশেষ পাওয়া চোটটা যেন একটু বেশিই ভোগাচ্ছে জফরা আর্চারকে। ডান হাতের কনুইয়ে আবারও অস্ত্রোপচার হয়েছে তার। যার ফলে আগামী গ্রীষ্মের আগে জফরা আর্চারকে পাওয়াই যাবে না।
নতুন এই অস্ত্রোপচারের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজও তিনি খেলবেন না বলে জানা গেছে। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গেল মার্চে ভারত সফরে এসে আর্চার চোটটা পেয়েছিলেন। ডান হাতের কনুইয়ে পাওয়া এই চোট তাকে সফরের মাঝপথেই তাকে দেশে ফিরে যেতে বাধ্য করে। এ কারণে আইপিএলেও খেলা হয়নি তার। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর অ্যাশেজেও সেই একই নিয়তি সঙ্গী হয় তার।
ধারণা করা হচ্ছিল দীর্ঘ বিরতি শেষে আগামী মার্চে আবারও বাইশ গজে দেখা যাবে তাকে। তবে ইংলিশ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানা গেল, শিগগিরই তাকে মাঠে দেখা যাবে না। অপেক্ষা বাড়ছে অন্তত জুন মাস পর্যন্ত।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ ডিসেম্বর লন্ডনে অস্ত্রোপচার হয়েছে আর্চারের। সে বিবৃতিতে বলা হয়েছে, ‘ডান হাতের কনুইয়ে দীর্ঘ দিনের চোট তার। তবে ও কবে ক্রিকেটে ফিরতে পারবে সেটা সময়ের সঙ্গে বোঝা যাবে। এ বারের শীতে আর্চার ফিরতে পারবে না সেটা বলাই যায়।’
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন আর্চার। তবে মার্চে ভারতে খেলে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি। কিছু দিন আগে আর্চার নিজেই জানিয়েছিলেন, ২০২২ এর মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে ফিরবেন। তবে এবার জানা গেল, সেটাও সম্ভব হচ্ছে না তার পক্ষে। অন্তত ইংলিশদের উইন্ডিজ সফরের আগে ২৬ বছর বয়সী এই পেসার চোট সারিয়ে ফিট হয়ে উঠতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছে ইসিবি।
এনইউ/এটি