ছবি: সংগৃহীত

করোনার সংক্রমণের পর ফের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে। ৪টি টেস্টের সঙ্গে ৩টি ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারতে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই মহামারীর মধ্যেই দর্শক ফেরানোর ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। সব ঠিক থাকলে চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেবে ভারত।

গত শনিবার ভারত কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশনার পর চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট থেকে দর্শক প্রবেশ করানোর ভাবনায় বিসিবিআই। তাদের পরিকল্পনা ছিল আগামী ৫ ফেব্রুয়ারি থেকে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই দর্শক ফেরাতে। তবে প্রস্তুতির জন্য হাতে খুব বেশি সময় না পাওয়ায় সে ঝুঁকিতে যাচ্ছে না বিসিসিআই। সব ঠিক থাকলে আগামী ১৩ ফেব্রুয়ারি চেন্নাই টেস্টে দর্শক প্রবেশে অনুমতি মিলবে বলে জানিয়েছেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা।

সেই কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘৫ ফেব্রুয়রি থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করানোর জন্য হাতে পর্যাপ্ত সময় নেই। কারণ, শনিবারই মাত্র আমরা সরকারি নির্দেশিকা পেয়েছি। স্বল্প সময়ের নোটিশে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করানোর আয়োজন সহজ ব্যাপার নয়। তবে নতুন গাইডলাইনে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে স্টেডিয়ামে দর্শক প্রবেশের সমস্ত সম্ভাবনা রয়েছে।’

এখনই গ্যালারি উপচে উঠার সম্ভাবনা নেই। দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশ করানোর চেষ্টা চলছে। যদিও আউটডোর স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেই পথে হাঁটবে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আপাতত অর্ধেক আসন ফাঁকা রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

টিআইএস/এটি