বিলবাওকে হারিয়ে রিয়ালকে টপকে দুইয়ে বার্সা
ছবি: সংগৃহীত
চলতি মৌসুমে লা লিগায় সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। দীর্ঘদিন ধরেই পয়েন্ট টেবিলে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের নিচে অবস্থান রোনাল্ড কোম্যানের দলের। শনিবার রাতে রিয়ালের হারে কিছুটা স্বস্তি ফেরে বার্সা শিবিরে। রোববার লিওনেল মেসি ও আতোঁয়া গ্রিজম্যানের গোলে আথলেতিক বিলবাওকে হারিয়ে রিয়ালকে টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বার্সা।
পয়েন্ট টেবিলে নিজেদেরকে এগিয়ে নেওয়ার মিশনে রোববার ক্যাম্প ন্যু'তে বিলবাওকে আতিথ্য দেয় বার্সা। ৪-৩-৩ ফর্মেশনে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। সুযোগ এসেছিল ম্যাচের ৫ মিনিটের মাথায়, তবে গ্রিজম্যানের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সের মধ্যে পেয়ে একা থাকা গোলরক্ষককে পরাস্থ করতে পারেননি মেসি।
বিজ্ঞাপন
যদিও দলকে বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি বার্সা অধিনায়ক। অপেক্ষার অবসান হয় ২০ মিনিটে। চমৎকার এক ফ্রি কিকে প্রতিপক্ষের গোলরক্ষক উনাই সিমোনকে বোকা বানিয়ে সরাসরি বল জড়িয়ে দেন জালে। ১-০ গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের শেষ দিকে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ওসমান ডেম্বেলে, তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
দ্বিতীয়ার্ধে ফিরেই গোলের সুযোগ তৈরি করেছিলেন গ্রিজম্যান, সেটি প্রতিহত করেন উনাই সিমোন। পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় বিলবাও। রাউল গার্সিয়ার ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন জর্দি আলবা। ম্যাচের ৪৯তম মিনিটে সমতায় ফেরে বিলবাও। দ্বিতীয় গোলটি পেতে ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সাকে। অস্কার মিনগেসার বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়ে আলতো ছোঁয়ায় বিলবাও গোলরক্ষকে পরাস্থ করে বল জালে পাঠিয়ে দেন গ্রিজম্যান।
বিজ্ঞাপন
এরপর ম্যাচের বাকি সময় গোলের দেখা পায়নি কোনও দলই। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সা। এ জয়ের ফলে রিয়ালের সমান ২০ ম্যাচে ১২ জয় ও ৪ ড্র নিয়ে ৪০ পয়েন্ট বার্সার। তবে গোল গড়ে এগিয়ে থেকে রিয়ালকে টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে রোনাল্ড কোম্যানের দল। ১ ম্যাচ কম খেলে ১৬ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।
টিআইএস