এবারের অ্যাশেজে কোনো রকমের প্রতিদ্বন্দ্বীতা করতে পারছে না ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে বড় হারের পর তৃতীয় ম্যাচে এসে হেরে গেছে ইনিংস ব্যবধানে। এই ম্যাচের পর অনেকেই ভাবছেন ইংলিশদের নেতৃত্ব ছাড়বেন জো রুট। কিন্তু তিনি জানিয়েছেন, সিরিজ চলাকালীন কোনো সিদ্ধান্ত নেবেন না।

একই সঙ্গে সিডনি ও হোবার্টে হতে যাওয়া পরের দুই ম্যাচে নিজেদের লক্ষ্যের কথাও জানিয়েছেন রুট। বলেছেন, ইংল্যান্ডের জার্সিতে গর্ব ফিরিয়ে আনতে চান তিনি। এই সফরে ব্যাটিংটা একেবারেই ভালো হচ্ছে না ইংল্যান্ডের। তৃতীয় টেস্টে তো ৬৮ রানেই অলআউট হয়েছে তারা। 

রুটও মানছেন, কিছু একটা হারিয়ে ফেলেছে ইংল্যান্ড, ‘ড্রেসিং রুমের সবাই হতাশ। এটা যথেষ্ট ভালো পারফরম্যান্স না। সবাই এটা জানি। আমাদের জার্সিতে কিছু গর্ব ফিরিয়ে আনতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে আমরা এই সফরে কিছু একটা থেকে অনেক দূরে সরে এসেছি। এটা খুব সাধারণ ব্যাপার।’

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ১৩ ম্যাচের ১২টিতেই হেরে গেছে ইংল্যান্ড। অনেকেই প্রশ্ন তুলছেন, কাউন্টিতে ভালো করেও কেনো অস্ট্রেলিয়ার মাটিতে এসে ব্যর্থ হচ্ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান। অন্য কোনো জায়গায়ও তাদের সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন।

এ নিয়ে রুট বলেছেন, ‘আমি এটা বলতে চাই কাউন্টির সেরা ১৮ জন খেলোয়াড়ই এই ট্যুরে আছে। এই স্কোয়াডে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে এবং আমাদের আরও ভালোভাবে সেটা দেখাতে হবে। খেলার চাপটা ভালোভাবে নিতে হবে। এটা খুব কঠিন জায়গা। চারপাশে যে রকম পরিবেশ আছে টেস্ট ম্যাচের ভিন্ন কন্ডিশন ও আবহাওয়া। আপনি যদি এটার মুখোমুখি হতে তৈরি না থাকেন। তাহলে পরিবেশের উন্নতি করাটা কঠিন ব্যাপার।’

‘আপনি যদি ২০১৫ সালে সাদা বলের ক্রিকেটে দেখেন, আমার মনে হচ্ছে লাল বলের ক্রিকেটেও এখন আমরা একই রকমের পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। কিন্তু এটা অনেক লম্বা কথাবার্তা হয়তো ছেলেদের সঙ্গে বলতে হবে। সবচেয়ে বেশি যেটা দরকার, মানসিকভাবে প্রাণোচ্চল থাকা।’

এমএইচ/এটি