আগুনই তো বলতে হয়!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিষেক ম্যাচেই স্কট বোল্যান্ড যা করলেন, এর চেয়ে কম কী। অ্যাশেজে খেলতে নেমেছিলেন প্রথমবার। তিনিই কি না ঝরালেন আগুন। ইনিং শেষে তার বোলিং ফিগার দাঁড়ালো ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট। 

এমন বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতানোর সঙ্গে অ্যাশেজটাও নিশ্চিত করিয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে ইনিংস ও ১৪ রানের জয়ে অ্যাশেজটা নিজেদের করেই রেখেছে অজিরা। দ্বিতীয় ইনিংসে ৩১ রানেই চার উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। হারটা তাই ছিল অনুমিতই।

কিন্তু সেটার জন্য কতটা সময় লাগে, এটিই ছিল দেখার। তৃতীয় দিনের শুরুতে বেন স্টোকসকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। ১৬ বলে ১১ রান করেন তিনি। এরপরই শুরু হয় বোল্যান্ড ঝড়। তৃতীয় দিনের শুরুটা করেন জনি বেয়ারস্টোকে দিয়ে।

এরপর জো রুট, মার্ক উড, ওলে রবসনকেও আউট করেন তিনি। শেষ উইকেটটি নেন ক্যামেরুন গ্রিন। এমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। পুরো সিরিজের ব্যর্থতা এই ম্যাচেও বদলাতে পারেনি ইংল্যান্ড। আপাতত তাদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। 

এমএইচ