১৮ বছর পর বাংলাদেশের লজ্জার রেকর্ডে সঙ্গী হলো ইংল্যান্ড
জো রুটের ইংল্যান্ড এবার তাসমান সাগরপাড়ে পা রেখেছিল অ্যাশেজ জয়ের আশা নিয়েই। কিন্তু মাঠের যাচ্ছেতাই পারফর্ম্যান্সে সে আশা পূরণ হয়নি আদৌ, উল্টো গড়ে ফেলেছে এমন এক রেকর্ড যা গড়তে চায় না কোনো দলই। ১৮ বছর আগে বাংলাদেশের গড়া লজ্জার এক বিশ্বরেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছে জো রুটের দল।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারার রেকর্ডটা এতদিন ছিল বাংলাদেশের একার। ২০০৩ তসাবে বাংলাদেশ টেস্ট হেরেছিল ৯টি। অ্যাশেজে টানা তৃতীয় ম্যাচে হেরে সেই রেকর্ডেই ভাগ বসিয়েছে ইংলিশরা।
বিজ্ঞাপন
অ্যাশেজের আগে ছয়টি টেস্ট হার নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল দলটি। সেখান থেকে অ্যাশেজে টানা তিন হার। তাতেই ৯টি টেস্ট হারের ‘কীর্তি’ গড়ে ফেলে ইংলিশরা। দলটি চলতি বছর সবচেয়ে বেশি টেস্ট হেরেছে ভারতের কাছে। তাদের এই নয় টেস্ট হারের মধ্যে পাঁচটিই এসেছে ভারতের বিরুদ্ধে।
ভারতের মাটিতে বছরের শুরুর দিকে হেরেছিল দলটি, এরপর হেরেছে নিজেদের মাঠেও। প্রতিপক্ষের মাটিতে এসেছে তিনটি হার, আর দুটো ম্যাচ হেরেছে নিজভূমে। ইংলিশদের বেশি হারের বিস্বাদ দেওয়া দলের তালিকায় দুইয়ে আছে অস্ট্রেলিয়ার নাম। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তিনটি টেস্ট খেলে তিনটিতেই হেরেছে ইংলিশরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিউজিল্যান্ডের কাছেও একটি ম্যাচে হেরেছে দলটি। তাতেই হারের সংখ্যাটা গিয়ে ঠেকেছে ৯-এ।
বিজ্ঞাপন
এক বছরে সর্বোচ্চ হারের সংখ্যা ৯টি, এই তালিকায় শীর্ষে বাংলাদেশ ও ইংল্যান্ড। তবে এক পঞ্জিকাবর্ষে দ্বিতীয় সর্বোচ্চ আট হারের রেকর্ডেও সবচেয়ে বেশি নাম আছে ইংল্যান্ডের। তারা মোট চার বার আটটি টেস্ট হেরেছে বছরে। ১৯৮৪, ১৯৮৬, ১৯৯৩ এবং ২০১৬ সালে আটটি টেস্ট হারতে হয়েছে ইংল্যান্ডকে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ২০০৪, ২০০৫ ও ২০১৫ সালে এবং বাংলাদেশ ২০০২ ও ২০০৮ সালে আটটি টেস্ট হেরেছে।
এনইউ/এটি