টেস্ট থেকে হঠাৎ অবসরে ডি কক
হুট করেই টেস্টকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে টেস্টে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই টেস্টের পরপরই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। যদিও কারণ হিসেবে বলেছেন, ‘বড় হতে চাওয়া পরিবারকে সময় দেওয়া।’
বাবা হতে যাওয়ায় এমনিতেও সিরিজের পরের দুই টেস্টে খেলার কথা ছিল না তার। কিন্তু অবসরের ব্যাপারে কোনো কিছুই শোনা যায়নি এর আগে। মাঠের বাইরে নানা কারণে খবরের শিরোনাম হওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটজুড়ে থাকা বিতর্ক। এর মধ্যেও মাঠের পারফরম্যান্স ভালো না তেমন।
বিজ্ঞাপন
নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে দেশটি। এর মধ্যে অন্যতম মূল ভরসা কুইন্টন ডি ককের টেস্ট থেকে অবসর নেওয়া বড় ধাক্কা তাদের জন্য। যদিও রঙিন পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
৫৪ টেস্টের ক্যারিয়ারে ৬ সেঞ্চুরি ও ৩৮.৮২ গড়ে ৩ হাজার ৩০০ রান করেছেন তিনি। উইকেট রক্ষক হিসেবে ২৩২টি ডিসমিশাল আছে। নিজের অবসর নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দেওয়া বিবৃতিতে বলেছেন ডি কক।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। ভবিষ্যৎ কেমন হবে এবং সামনের পথচলায় সবচেয়ে প্রাধান্য দেব কোনটি, এসব নিয়ে অনেক ভেবেছি। সাশা (ডি ককের স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং এরপরও পরিবার গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেছেন, ‘পরিবারই আমার কাছে সবকিছু এবং আমাদের জীবনের এই নতুন ও রোমাঞ্চকর সময়ে ওদের সঙ্গে কাটানোর সময় ও সুযোগ চাই আমি।’
এমএইচ