চারটি দল নিয়ে আজ (রোববার) থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পঞ্চাশ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ২০২১-২২। সিলেট অ্যাকাডেমি মাঠে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে বিসিবি উত্তরাঞ্চল। এদিন বিসিবির আরেকটি দল দক্ষিণঞ্চালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। জয়ের ভিত গড়ে দেন বোলাররা। পরে জোড়া ফিফটিতে ম্যাচ বের করেন নাঈম ইসলাম ও পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ ক্রিকেট লিগের চারটি দল নিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। যেখানে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণঞ্চালের ইনিংস থামে ১৬২ রানে। পরে ৩১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় উত্তরাঞ্চল।

দক্ষিণঞ্চালের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। ৭৭ বলে ৩টি চার মারেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে আসে ৪৭ রান। আর কেউই ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। ৪২ ওভার ৪ বলে ১৬২ তে থামে দক্ষিণাঞ্চলের ইনিংস। উত্তরাঞ্চলের হয়ে ৩ টি করে উইকেট নেন শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম। ২ উইকেট নেন নাঈম ইসলাম।

১৬৩ রানের লক্ষ্য টপকাতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন ৪ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে ৯১ রানের পার্টনারশিপ গড়েন নাঈম-ইমন। ফিফটি করে ইমন ৫৪ বলে ৫ চার ও ৪ ছয়ে সমান ৫৪ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপর ৮৪ বলে ৯ চারে ৬৬ রান করে অপরাজিত থাকেন নাঈম। মার্শাল আইয়ুব অপরাজিত ৩২ রান করে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর-

বিসিবি দক্ষিণাঞ্চল : ১৬২/১০ (৪২.৪ ওভার)
পিনাক ৪৭, হৃদয় ৫৫, নাহিদুল ১৭*, শফিকুল ৭.৪-০-২৯-৩, সানজামুল ১০-১-৩৯-৩, নাঈম ৭-০-২৯-২

বিসিবি উত্তরাঞ্চল : ১৬৩/২ (৩১ ওভার)
ইমন ৫৪, নাইম ৬৬*, মার্শাল ৩২*; মেহেদী ৩-০-১৩-১, রাব্বি ৬-০-৪০-১

ফল:  বিসিবি উত্তরাঞ্চল ৮ উইকেটে জয়ী

টিআইএস/এটি