চারটি দল নিয়ে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইঞ্জি ভিত্তিক পঞ্চাশ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ২০২১-২২। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিজ নিজ ম্যাচে হেরে আজ (মঙ্গলবার) একে অন্যের মুখোমুখি হয় ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। যেখানে পূর্বাঞ্চলের তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুলরা ৩ উইকেটে হেরেছেন মুস্তাফিজুর রহমানদের দক্ষিণাঞ্চলের কাছে।

ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৯২ রান তোলে পূর্বাঞ্চল। জবাব দিতে নেমে ৩ উইকেট ও ২৫ বল হাতে রখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অধিনায়ক ফরহাদ রেজার দল। এ ম্যাচ হারের দলে টানা দুই হারে স্বাধীনতা কাপের ফাইনালে ওঠার যোগ্যতা হারাল ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।

এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পূর্বাঞ্চল। দলটি ১৯২ রান করে ইমরুল কায়েসের ৬৯ রানে ভর করে। ৯৭ বলে ৫ চার ও ১ ছয়ে এই রান করেন ইমরুল। ফিফটি পেয়েছিলেন ৮০ বলে। এ ছাড়া ইরফান শুক্কুর ৩৩ ও আফিফ হোসেন ২৯ রান করেন। তিন মাস পর মাঠে ফিরে সুবিধা করতে পারেননি তামিম। ২৬ বলে ৯ রান করে ফেরেন তিনি। ৫৭ বলে ১৫ রান করেন আশরাফুল।

দক্ষিণাঞ্চলে হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চোট কাটিয়ে ফেরা মুস্তাফিজ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে এই উইকেটগুলো নেন এই বাঁহাতি। এ ছাড়া ২ উইকেট নেন নাহিদুল। ব্যাট হাতে ২৭ রানের পাশাপাশি বল হাতে জোড়া উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

১৯৩ রানের টার্গেট টপকাতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারেতে থাকে দক্ষিণাঞ্চল। সপ্তম উইকেটে ফরহাদ রেজা-মেহেদী হাসানের ৫০ রানের জুটি রক্ষা করে তাদের। স্কোর টাই হওয়ার পর ফরহাদ ফেরেন ১৫ বলে ১৬ রান করে। জয়ের নায়ক মেহেদী হাসান অপরাজিত ছিলেন ৫০ বলে ৩৭ রানে।

এ ছাড়া মাইশুকুর রহমান (২৭) জাকির হাসান (২৭) নাহিদুল ইসলাম (২৭) ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। তবে শেষ পর্যন্ত বিপদ ঘটেনি মেহেদী ঢাল হয়ে দাঁড়ানোয়। পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আফিফ হোসেন ও নাঈম হাসান। 

টিআইএস/এনইউ