বিশ্বচ্যাম্পিয়নের তকমা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে যুব টাইগাররা। এ ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলছেন অধিনায়ক রাকিবুল হাসান।

ম্যাচের পর রাকিবুল বললেন, ‘আমাদের ব্যাটিং নিয়ে বসতে হবে, ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব। শেষ দিকে কিছু ব্যাটসম্যান ভালো ব্যাট করেছে। আমাদের মূল ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারলে অনেক ভালো করতে পারব।’

যোগ করেন রাকিবুল, ‘বোলিং আমরা ভালোই করেছি, উইকেট থেকে সহায়তা পেয়েছি। তাই বোলিং ও ফিল্ডিং ইউনিট নিয়ে আমি খুশি। আমাদের ব্যাটিংয়ে নজর দিতে হবে এবং উন্নতি করতে হবে।’

ম্যাচে স্কোর বোর্ডে ৯৭ রান তুলতেই গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ইনিংস। যেখানে শেষ জুটিতেই এসেছে ৪৬ রান। টপ অর্ডারের সঙ্গে ব্যর্থ মিডল অর্ডার। শুরুতে ৮ রানেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই হারের ফলে পরের পর্বের রাস্তা বেশ কঠিন হয়ে গেল রাকিবুলদের জন্য।

রাকিবুল বলেন, ‘আরও দুটি ম্যাচ আছে, আমাদের দুটি ম্যাচই জিতে পরের পর্বে কোয়ালিফাই করতে হবে। আর এজন্য আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’

টিআইএস/এনইউ/এটি