বাংলাদেশ দলে সবশেষ ম্যাচটা খেলেছেন দুই বছর হয়ে গেছে। এক সময় দারুণ সম্ভাবনা দেখিয়ে দলে আসা সাব্বির রহমান এখন দলেই হয়ে পড়েছেন ব্রাত্য। তবে তিনি এখনও হাল ছেড়ে দেননি। নিজের সেরা ছন্দ ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আসছে বিপিএলকেই দেখছেন জাতীয় দলে ফেরার লড়াই হিসেবে। এখানে পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চান সাব্বির।

জাতীয় দলে নেই, সাব্বির সবশেষ টি-টোয়েন্টিটাও খেলেছেন সেই গেল বছরের জুনে। অন্তত মাঠে ফেরার সে অপেক্ষাটা শেষ হচ্ছে এবার। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলে সাব্বির খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। সেজন্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। 

এরপরই আজ তিনি মুখোমুখি হলেন গণমাধ্যমের। বললেন, ‘আলহামদুলিল্লাহ, ভাল লাগছে। অনেকদিন পর টিম অনুশীলন করছি। কবে অনুশীলনে নামবে এ নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষা ছিল। গতকালও অনুশীলন ছিল কিন্তু আমি যোগ দিতে পারিনি। সব মিলিয়ে ভাল লাগছে।’ 

দলীয় অনুশীলন বহু দিন পর হলেও ব্যক্তিগতভাবে অনেক দিন ধরেই নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘বিপিএলের জন্য গত তিন মাস ধরে রাজশাহীতে অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কাজ করেছি, যেগুলো দরকার শট খেলার বা যে উইক পয়েন্ট নিয়ে কাজ করেছি। তো আশাকরি বিপিএলটা যেন ভাল ভাবে কাটাতে এবং নিজের যে লক্ষ্য আছে সেটা যেন পেতে পারি।’

এমনভাবে নিজেকে ঝালিয়ে নেওয়া, বিপিএলের জন্য বাড়তি প্রস্তুতি কি জাতীয় দলে ফেরার লক্ষ্যে? সাব্বির বললেন, ‘শুধু আমার জন্য না, সবাই যারা জাতীয় দলের বাইরে আছে আমাদের সবার জন্য সবচেয়ে বড় মঞ্চ এই বিপিএল। আমিও যেন ভাল খেলে কামব্যাক করতে পারি সেই লক্ষ্য থাকবে।’

মূল লক্ষ্য জাতীয় দলে ফেরা হলেও বিপিএল নিয়ে ভাবনাটা এখনো সেভাবে ঠিক করেননি সাব্বির। জানালেন প্রতিটা ম্যাচ ধরে ধরেই এগোতে চান তিনি। বললেন, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো ইনশা আল্লাহ। আর ব্যাক্তিগত লক্ষ্য আমি সেভাবে ঠিক করতে পারি না আগে থেকেই। ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং শতভাগ দেয়ার চেষ্টা করবো যেন আমার ইনপুট যেন ভাল হয়।’

এনইউ