বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা বনে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রোটিয়া জার্সি সবশেষ গায়ে জড়িয়েছেন প্রায় এক বছর আগে। এখন দেশ-বিদেশের নানান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসকে শিরোপা পাইয়ে দিতে বড় ভূমিকা ছিল তার। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতাতে এসেছেন ডু প্লেসি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার জানালেন, তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে বিপিএলের দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের মাঝে মিল খুঁজে পাচ্ছেন।

শুক্রবার কুমিল্লার জার্সিতে অনুশীলনের পর মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফাফ বললেন, ‘দেখুন দুই দলের (চেন্নাই-কুমিল্লা) মধ্যে সাদৃশ্য দেখেছি। যেমন দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে। তাই আমার জন্য সিদ্ধান্ত নেয়াটাও সহজ ছিল। আর দুই দলের মধ্যে অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য এখনও নতুন। আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব রিলাক্স।’ 

প্রথমবারের মতো বিপিএল খেলতে আসার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভালো হবে। খেলোয়াড় হিসেবে সব কন্ডিশনেই আপনাকে খেলতে হবে এবং এতে করে আপনি আরো ভালো খেলোয়াড় হতে পারবেন। যদিও আমি বিশ্বের অন্যান্য জায়গায় খেলেছি, এখানে এসে আমাকে কিন্তু অন্য স্কিল কাজে লাগাতে হচ্ছে। ব্যাটসম্যান হিসেবে এখানে অভিজ্ঞতা অর্জন করা আমি সত্যিই পছন্দ করি।’

টিআইএস/এমএইচ