কুমিল্লায় বাংলাদেশ ও ভারতের জাতীয় দলের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) লালমাই উপজেলার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি মাঠে তিন ম্যাচের সিরিজ উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, ইউনিসার্ভ ডিজিবল ক্রিকেট টিম  সভাপতি মোঃ সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।

ইউনিসার্ভ ডিজিবল ক্রিকেট টিমের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, সামাজিক উন্নয়ন সংস্থা ইউনিসার্ভ সহযোগিতায় বাংলাদেশ-ভারত টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। ২১,২২, ২৩ জানুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তকরণে উৎসাহী করাই এ টুর্নামেন্টের লক্ষ্য।

অমিত মজুমদার/এমএইচ