আজ (শুক্রবার) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের পর্দা উঠেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১২৫ রানের বেশি তুলতে পারেনি। এরপর সমালোচনা হয় উইকেটের। অনেকেই ধারণা করে বসেন, মিরপুরের এই উইকেট এবারও বোধ হয় মন্থর। তবে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বেনি হাওয়েল। ২০ বলে খেলেন ৪১ রানের ইনিংস।

যদিও ম্যাচটি জিততে পারেনি চট্টগ্রাম। ৪ উইকেট আর ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ফরচুন বরিশাল। ম্যাচের হারের পর চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কাঠগড়ায় তুললেন ব্যাটসম্যানদের। জানালেন, উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য আদর্শ।

সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, ‘আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারেনি। এই উইকেটে এতো অল্প রান করে যেতা কঠিন। টি-টোয়েন্টিতে অনেক কঠিন হয়ে যায়। তারপরও আমি মনে করি যে বেনি হাওয়েল অনেক ভালো ব্যাটিং করেছে শেষের দিকে। ও রান করেছে বলে শেষের দিকে আমরা লড়াই করতে পেরেছি।’

সঙ্গে যোগ করেন মিরাজ, ‘আমাদের রান করতে হবে। টি-টোয়েন্টিতে আপনি বোলারদের যদি বেশি রান দেন তাহলে ওদের জন্য সহজ হয়ে যায়। দেখেন যে ১৫০-১৬০ রান হলে ভালো হত, আমরা ২০-২৫ রান কম করেছি। দেড়শ প্লাস রান হলে সহজ হতো। শুরুর দিকে দ্রুত উইকেট পড়ায় সেটা হয়নি। কিন্তু প্রথম ম্যাচ যেহেতু আমরা সেভাবে বুঝেছি বা দেখলাম কীভাবে কী হয়, বিদেশিরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে।’

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ হারলেও বিচলিত নন মিরাজ। ভুলত্রুটি শুধরিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখলেন তিনি।

মিরাজের ভাষায়, ‘যেহেতু প্রথম ম্যাচ ছিল আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো আলোচনার মাধ্যমে শুধরে ফেলা সম্ভব। সামনে তো অনেক ম্যাচ আছে, আরও ভালো সুযোগ আছে। সামনে ম্যাচগুলোতে যদি সেগুলো শুধরে ফেলতে পারি তাহলে ভালো করতে পারব।’

টিআইএস/এমএইচ