মঙ্গলবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচের আগে আজ (সোমবার) নিজেদের ঝালিয়ে নেয় তারা। যেখানে বরিশালের মুখোমুখি হওয়ার আগে দলটির অধিনায়ক সাকিব আল হাসানকে হুমকি মানছেন কুমিল্লার বিদেশি রিক্রুট ক্যামেরুন ডেলপোর্ট।

মিরপুরে সংবাদমাধ্যমকে ডেলপোর্ট বলছিলেন, ‘অবশ্যই সে (সাকিব) একজন বিশ্বমানের খেলোয়াড়। বল এবং ব্যাট হাতেই দলের জন্য অবদান রাখে। বোলিং দিয়ে প্রতিপক্ষকে বড় বিপদে ফেলতে জানে। আমরা আমাদের কাজটা ঠিকভাবে করলে ওর বিপক্ষেও সফল হতে পারব।’

সম্প্রতি ব্যাট হাতে ভালো ছন্দে নেই সাকিব। তবে বোলিংয়ে ধারাবাহিক তিনি। নিজের খেলা শেষ ১০ ইনিংসে ফিফটির দেখা না পেলেও বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। 

মঙ্গলবার সাকিবের দল বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা। সে ম্যাচের পরিকল্পনা জানাতে গিয়ে ডেলপোর্ট বললেন, ‘সব ম্যাচই কঠিন হবে। এখানে অনেক ভালোমানের খেলোয়াড় আছেন। আন্তর্জাতিক বলেন বা দেশি ক্রিকেটার বলেন। আমরা আজ ওদের (বরিশালের) খেলা দেখব, কিভাবে কি করছে বা গেম প্ল্যান কিভাবে সাজায়। এরপর টিম মিটিংয়ে আলোচনা হবে, মূল কথা ম্যাচ জিততেই মাঠে নামব।’

সঙ্গে যোগ করেন ডেলপোর্ট, ‘মাত্র তো টুর্নামেন্ট শুরু। সামনে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমাদের কাজ হচ্ছে মাঠের খেলাটা খেলা এবং জয় নিয়ে মাঠ ছাড়া।’

টিআইএস/এটি/এনইউ