মাথায় বলের আঘাত পেয়ে মাঠ ছাড়া আন্দ্রে ফ্লেচারকে হাসপাতালে নেওয়া হচ্ছে। যদিও তার দল খুলনা টাইগার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ভালো আছেন ফ্লেচার। অতিরিক্ত সতর্কতার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (সোমবার) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এ ম্যাচে ব্যাট করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন খুলনার ওপেনার ফ্লেচার। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে।

১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলটি বাউন্সার দেন চট্টগ্রামের পেসার রেজাউর রহমান রাজা। সেটি পুল করতে চেয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। তবে ব্যাট-বলে সংযোগ করতে পারেননি। বলটি আঘাত করে ফ্লেচারের মাথা এবং কাঁধের মাঝের অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে লুড়িয়ে পড়েন এই ক্যারিবীয়।

পরে অবস্থা অনুকূলে না আসায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হচ্ছে এভার কেয়ার হাসপাতালে। 

মাথায় বলের আঘাত পাওয়ায় কনকাশন প্রদ্ধতিতে ফ্লেচারের পরিবর্তে ব্যাটিংয়ে নামেন সিকান্দার রাজা। 

টিআইএস