বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ জিতলেও স্কোরবোর্ডে ১২৬ রান তুলতে গলদঘর্ম অবস্থা ফরচুন বরিশালের। আজ (সোমবার) দ্বিতীয় ম্যাচে ১২৯ রানে থামে বরিশাল। ম্যাচটি আর জিততে পারেনি ঢাকার বিপক্ষে। এ ম্যাচ হারের পর দলের হেড কোচ খালেদ মাহমুদ সুজন কাঠগড়ায় তুললেন ব্যাটসম্যানদের। বিশেষ করে টপ অর্ডারের রান খরাকে দুষলেন তিনি।

সুজন বলছিলেন, ‘এক-দুই-তিন থেকে বড় ইনিংস চাই। আমার বিশ্বাস, ফিরে আসার সুযোগ আছে যথেষ্ট।’

দুই ওপেনার সৈকত আলি ও শান্ত আজ ফিরেছেন দলীয় ২৩ রানের মধ্যে। ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না তিনে নামা সাকিব। সুজন মনে করেন, শুরুতে রান না হলে কাজটা কঠিন হয়ে যায় পরের দিকের ব্যাটসম্যানদের শট খেলার স্বাধীনতা থাকে না। এজন্য ঢাকার বিপক্ষে বড় স্কোর হয়নি।

সুজনের ভাষায়, ‘আমরা যথেষ্ট রান করিনি সত্যি বলতে গেলে। বড় জুটি হয়নি। শুরুতে রান না হলে কঠিন। শট খেলার স্বাধীনতা থাকে না। উইকেট ভালো ছিল। আমরা ভালো করতে পারিনি।’

যোগ করেন সুজন, ‘১৫০-১৬০ করতে হত। ব্যাটিং ব্যর্থতা। বোলিং এতো ভালো হয়নি, উইকেট গিফট দিয়ে এসেছি। হতেই পারে। ওরাও ভালো টিম মানতেই হবে। দুই ম্যাচ হারার পর ওদেরও ফিরে আসার তাগিদ থাকে। তবে আমাদের সামর্থ্য বেশি। আমরা এখনও ব্যাটিংয়ের ৬০ শতাংশও করিনি। আশা করি কাল কুমিল্লার বিপক্ষে টপ অর্ডারে কেউ করবে। আজ উইকেট না দিলে আমাদের মিডল অর্ডারে যা আছে, গেইলকে খেলিয়েছি, সোহান, ব্রাভো, জিয়া, ১৫০-৬০ করতে পারতাম।’

টিআইএস/এমএইচ