বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে এখন চলছে চট্টগ্রাম পর্বের খেলা। সব মিলিয়ে টুর্নামেন্টের এখনো অর্ধেকও হয়নি। এরই মধ্যে বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন ফরচুন বরিশালের অলরাউন্ডার আলজারি জোসেফ। তার পরিবর্তে ইংলিশ ব্যাটসম্যান স্যাম হেইনকে দলে নিয়েছে বরিশাল।

আগামী মাসের শুরুতে ভারতের বিপক্ষে সমান ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নাম আছে জোসেফের। এই সফরের জন্য আগামীকাল (শনিবার) বরিশালের ম্যাচের পর ভারতের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যাবেন ক্যারিবীয় অলরাউন্ডার।

বিপিএলের দল বরিশালের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে জোসেফের চলে যাওয়ার বিষয়টি। তার পরিবর্তে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক ব্যাটসম্যান স্যাম হেইনকে দলে নিয়েছে বরিশাল।

হেইনের টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৭৮ ইনিংসে ৩৭ এর উপর গড়ে করেছেন ২৩৮৬ রান। যেখানে ১২৮ স্ট্রাইক রেটে এই ডানহাতি ব্যাটসম্যানের ফিফটি আছে ১৭টি।

এদিকে জোসেফ এবারের বিপিএলে বরিশালের জার্সিতে খেলেছেন ২ ম্যাচ। যেখানে চট্টগ্রামের বিপক্ষে ৩ ও ঢাকার বিপক্ষে নেন ২ উইকেট। ২ ম্যাচে ৫ উইকেট পেলেও নিজেদের তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হারাতে হয় জোসেফকে।

টিআইএস/এনইউ