এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি ক্রিস গেইল। ৫ ম্যাচে ব্যাট হাতে নেমে করেছেন ১১৭ রান। যেখানে সর্বোচ্চ ৪৫ করেন খুলনা টাইগার্সের বিরুদ্ধে। যা একেবারেই গেইলসুলভ নয়। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য গেইলকে দলে টানলেও প্রতিদান পাচ্ছে না তার দল ফরচুন বরিশাল। তবে এই ব্যাটিং দানবের উপর থেকে এখনো আস্থা হারাচ্ছে না সাকিব আল হাসানের দল।

৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার গেইল বাইশ গজে বেশ আয়েশি। রানিং বিটুইন দ্য উইকেটে তার মতো ‘অলস’ ক্রিকেটার খুঁজে পাওয়া হবে দুষ্কর। ফিল্ডিংয়ে একইরকম গেইল। এজন্য ত্রিশ গজের মধ্যে তো বটেই, যেখানে তুলনামূলক বল কম যেতে পারে সে অঞ্চলে রাখা হয় গেইলকে। ফিল্ডিংয়ে রীতিমত লুকিয়ে রাখা হয় তাকে। গেইলের এমন স্বাভাবের সঙ্গে ব্যাটে চলছে রান খরা। এনিয়ে দুশ্চিন্তা হলেও আস্থা হারাচ্ছে না বরিশাল।

রোববার সিলেটে অনুশীলের ফাঁকে বরিশাল দলের পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম বলছিলেন, ‘ও (গেইল) যদি রান না করে ওর কাছ থেকে এরপরে অনেক কিছু পাওয়ার থাকে না আসলে। ফিল্ডিংয়ে ওকে কিছুটা লুকিয়ে রাখতে হয়। বাট আমরা সবাই জানি আমার মনে হয় এখনো ওর ওই ক্ষমতা আছে পাঁচ ওভারের মধ্যে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার। সেজন্য আমরা এখনো তার ওপর বিশ্বাসটা রাখছি এবং ওই জায়গাটা ওকে ছেড়ে দিয়েছে যেন পুরোপুরি মনোযোগী হতে পারে।’

ব্যাট হাতে রান খরায় ভুগলেও অনুশীলনে অনুপস্থিতি গেইল। ঢাকার পর চট্টগ্রাম ঘুরে ঢাকা হয়ে বিপিএল এখন সিলেটে। তবে দলীয় অনুশীলনে ঠিকঠাক দেখা যায় না গেইলকে। নেটে ব্যাট করতে বড্ড অনীহা তার। ফাহিম মনে করছেন, এটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সংস্কৃতির অংশ হতে পারে।

ফাহিমের ব্যাখ্যা, ‘না বোধহয়, আমরা জানি ওরা যেখান থেকে আসছে ওই জায়গার কালচারটা বোধহয় অনেকটা এমনই। ওরা খেলাটাকে এভাবে দেখে বা নেয়, সো আমরা মানিয়ে নিয়েছি। ওটা যেন ওভারওল টিমের পারফরম্যান্সে বা টিমের ডিসিপ্লিনে কোনো ইফেক্ট না ফেলতে পারে সেদিকে আমাদের চোখ আছে। কিন্তু আর যারা আছে তারা সবাই খুবই মনোযোগী, সবাই যার যা কাজটা করছে। বোধ হয় এরা এভাবেই চলে।’

টিআইএস/এমএইচ/এটি