সেঞ্চুরির পথে মুমিনুল/ছবি: বিসিবি

চট্টগ্রাম টেস্ট সুখকর হচ্ছে না তামিম ইকবালের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে শূন্য হাতে ফেরেন এই বাঁহাতি ওপেনার। তামিমের এমন পারফরম্যান্সের সুযোগটা ভালোভাবে কাজে লাগালেল মুমিনুল হক। এতোদিন টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে তামিমের সমান ৯টি সেঞ্চুরি ছিল তার। এবার তামিমকে ছাড়িয়ে সিংহাসনে মুমিনুল।

বাংলাদেশ দলে অভিষেকের পর গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা সেঁটে গেছে মুমিনুলের। শুরুতে সীমিত ওভারের ক্রিকেটে ফেরার চেষ্টা চালালেও বর্তমানে সাদা পোশাকের ক্রিকেটেই ধ্যানজ্ঞান বানিয়েছেন মুমিনুল। পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। নেতৃত্ব পাওয়ার আগেই নিজের যোগ্যতা প্রমাণ করে চলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে টাইগাররা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিংয়ে শতক তুলে নিয়েছেন মুমিনুল। একশো রানের কোটা পূরণ করার পথে ১৭২ বল খেলেন কক্সবাজারের এই ক্রিকেটার। যেখানে ক্যারিবীয় বোলারদের শাসন করে ৯টি বাউন্ডারি হাঁকান তিনি।

এই শতক তুলে নিয়ে সতীর্থ তামিম ইকবালকে টপকে টেস্ট সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন মুমিনুল। এর আগে তামিমের সঙ্গে যৌথভাবে ৯টি সেঞ্চুরি ছিল তার। এবার তামিমকে টপকে সর্বোচ্চ ১০টি শতকের মালিক বনে গেলেন তিনি। যেখানে ৯টি শতক হাঁকাতে ১১৫ ইনিংস ব্যাট করেছেন তামিম, সেখানে মাত্র ৭৫ ইনিংসেই তামিমকে ছাড়িয়ে গেলেন মুমিনুল। 

এই ১০টি সেঞ্চুরির ৭টি করেন পয়া ভেন্যু চট্টগ্রামে, বাকি ৩টি মিরপুরে। অবশ্য ৯ বছরের ক্যারিয়ারে দেশের বাইরে এখনো তিন অঙ্কের দেখা পাননি মুমিনুল। অধিনায়ক হিসেবে এটি মুমিনুলের দ্বিতীয় টেস্ট শতক, আগেরটি পেয়েছেন নিজের খেলা সবশেষ ম্যাচে, মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে।

শুধু সেঞ্চুরির সিংহাসনই নয়, চট্টগ্রাম টেস্টের শুরুর ইনিংসে সতীর্থ মুশফিকুর রহিমকে টপকে টেস্টের পাশাপাশি ৩ ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন তামিম। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার। কয়েক ঘণ্টা বাদেই তামিমকে সরিয়ে আবার শীর্ষে ওঠেন মুশফিক।

টিআইএস/এটি/এনইউ