উইকেটের উল্লাস মিরাজের/ছবি: ক্রিকইনফো

প্রথম ইনিংসে পাওয়া গিয়েছিল বড় লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয়। তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল ও মুশফিকের ব্যাটে লিড বাড়াচ্ছে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টটির লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট

পঞ্চম দিনে চট্টগ্রাম টেস্ট

ম্যাচ শুরুর আগে ধারণা করা হচ্ছিলো এমন পিচ বানানো হবে, যাতে পাঁচদিনের টেস্ট শেষ হবে তিনদিনেই। উইকেটে স্পিন ধরেছে, বলও ঘুরেছে। তবে যেমন ভাবা হচ্ছিলো, তেমন হয়নি। চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে উইন্ডিজ তুলেছে ১১০ রান।  শেষদিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ২৮৫ রান। বাংলাদেশের দরকার সাত উইকেট।

স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩০/১০
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংস ২৫৯/১০
বাংলাদেশ: ২য় ইনিংস ২২৩/৮ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ: ২য় ইনিংস ৪০ ওভারে ১১০/৩ 

মিরাজের স্পিনে দিশেহারা উইন্ডিজ

ব্যাটে-বলে সমান তালে ম্যাজিক দেখাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার স্পিনে দ্বিতীয় ইনিংসে রীতিমতো দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। শেন মোসেলিকেও সাজঘরের পথ দেখিয়ে দিলেন তিনি। মোসেলি ফিরলেন ১২ রানে। এর আগে ক্রেইগ ব্র্যাথওয়েটকে (২ চারে ৫৩ বলে ২০ রান) ও জন ক্যাম্পবেলকে (৫০ বলে ২৩ রানে) ফিরিয়েছেন মিরাজ। জয়ের জন্য উইন্ডিজদের আরও চাই ৩৩৫ রান। বাংলাদেশের ৭ উইকেট।

স্কোর : উইন্ডিজ দ্বিতীয় ইনিংস ৬৪/৩ (২৫.৩ ওভার)

মিরাজের জোড়া আঘাত

চট্টগ্রাম টেস্টটা যেন নিজের করে নিতেই মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর চার উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসেও উইন্ডিজদের প্রথম দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। ক্রেইগ ব্র্যাথওয়েটকে ২ চারে ৫৩ বলে ২০ রান ও জন ক্যাম্পবেলকে ৫০ বলে ২৩ রানে ফিরিয়েছেন তিনি। জয়ের জন্য উইন্ডিজদের আরও চাই ৩৩৭ রান।

স্কোর : উইন্ডিজ দ্বিতীয় ইনিংস ৫৮/২ (২৩ ওভার)

মিরাজের শিকার হয়ে ফিরলেন ক্যাম্পবেল

চারশো ছুঁইছুঁই লক্ষ্য তাড়া করতে যেমন প্রয়োজন ছিল উইন্ডিজের, শুরুটা সেভাবেই করেছিলেন জন ক্যাম্পবেল আর ক্রেইগ ব্র্যাথওয়েট। হয়ে উঠছিলেন ভয়ঙ্করও। তবে মেহেদি হাসান মিরাজের কল্যাণে ভাঙল সে জুটি। তার পিচড আপ বলটা আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে পরাস্ত হন ক্যাম্পবেল। এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ করেও রক্ষা হয়নি, প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল।

উইন্ডিজ ৩৯-১

উইন্ডিজকে কঠিন চ্যালেঞ্জ, ইনিংস ঘোষণা বাংলাদেশের

লিটন-মুমিনুল ফেরার পর সম্ভবত লিড ৪০০ পেরোনোর অপেক্ষা ছিল বাংলাদেশের। তবে শেষমেশ লিডটা ৪০০ পেরোয়নি, ৩৯৪ এর লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জোমেল ওয়ারিক্যানের এক ওভারে তাইজুল আর মিরাজ ফিরতেই এ সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল।

বাংলাদেশ ২২৩-৮ ডিক্লে. (লিড ৩৯৪)

তিন হাজারের পরই ফিরলেন মুমিনুল, জোড়া ধাক্কা বাংলাদেশ-শিবিরে

লিটনের অর্ধশতক আর মুমিনুলের শতকেরই যেন অপেক্ষা ছিল। এরপর থেকেই রানের চাকায় গতি বাড়াতে চাইছে বাংলাদেশ। সে তাড়না থেকেই লিটন ব্যক্তিগত ৬৯ রানে উইকেট হারিয়েছেন জোমেল ওয়ারিক্যানের বলে। পরের ওভারেই মুমিনুল ১১৫ রানে শিকার বনেছেন শ্যানন গ্যাব্রিয়েলের। তবে এর আগে পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যারিয়ারের ৩০০০তম রানের দেখা পেয়ে গেছেন তিনি।

বাংলাদেশ ২১৪-৬ (লিড ৩৮৫)

মুমিনুলের শতকে চালকের আসনে বাংলাদেশ

দলকে বিপদ থেকে উদ্ধার করে চালকের আসনে নিয়ে গিয়েছিলেন আগেই। এবার ক্যারিয়ারের দশম শতকের দেখাও পেয়ে গিয়েছেন তিনি। ১৭৩ বলে শতক ছুঁয়েছেন তিনি। চট্টগ্রাম মানেই যেন মুমিনুল হকের ব্যাটে সেঞ্চুরি, সাগরিকায় এটি তার সপ্তম শতক। আগের ৭ হাফসেঞ্চুরির ৬টিকেই রূপ দেন শতকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার তুলে নিয়েছেন আরেকটি শতরান। তামিম ইকবালকে টপকে তিনিই এখন বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি শতরানের মালিক।

বাংলাদেশ ১৮৭-৪ (লিড ৩৫৮)

পঞ্চাশ ছুঁয়েছেন লিটনও

প্রথম ইনিংসে থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন। দ্বিতীয় ইনিংসে সে ভুল করেননি লিটন দাস। ৯৬ বল খেলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক।

বাংলাদেশ ১৭৭-৪

মুমিনুলের অর্ধশতক

আগের দিন দলকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব ছিল, সেটা পালন করেছেন দারুণভাবে। আজ চতুর্থ দিনে লক্ষ্য যখন লিড বাড়ানো, সে পথেও ঠিকঠাকই এগোচ্ছেন অধিনায়ক মুমিনুল। সে পথে এগোতে থেকে তুলে নিয়েছেন অর্ধশতকও। ৮৪ বলে ৫০ এর দেখা পেয়েছেন তিনি।

বাংলাদেশ ৭৭-৪

মুশফিকের বিদায়ে ফের বিপদে স্বাগতিকরা

মুমিনুল আর মুশফিকের ব্যাটে তৃতীয় দিনের বিপদটা ভালোভাবেই সামলেছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনের শুরুতেই মুশফিকের বিদায়ে আবারও বিপদে পড়েছে স্বাগতিকরা। রাকিম কর্নওয়েলের লেন্থে করা বল আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে ব্যর্থ হন, বলটা আঘাত করে তার থাইপ্যাডে। এলবিডব্লিউর ফাঁদে আউট তো হয়েছেনই, রিভিউ নষ্ট করে বিপদটা আরও বাড়িয়েই ফিরেছেন মুশফিক।

বাংলাদেশ ৭৩-৪

লিড বাড়ানোর লক্ষ্যে চতুর্থ দিনে বাংলাদেশ

মুমিনুল আর মুশফিকের ব্যাটে দ্বিতীয় ইনিংসের শুরুর বিপর্যয়টা কাটানোর ইঙ্গিত স্বাগতিকরা পেয়েছে তৃতীয় দিনের শেষেই। প্রথম ইনিংসে পাওয়া লিডটা এখন বাড়ানোর লক্ষ্য বাংলাদেশের। সে লক্ষ্যেই আজ চতুর্থ দিনে খেলতে নেমেছে দল। ক্রিজে আছেন আগের দিনে থিতু হওয়া দুই ব্যাটসম্যান মুমিনুল (৩১) ও মুশফিক (১০)।

বাংলাদেশ ৪৭-৩ (লিড ২১৮)