বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং গেয়েছিলেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। গানটির সুর ও সংগীত আয়োজনও ছিল তার। আজ (বুধবার) ভোরে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ৬৯ বছর বয়সী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের ইনিংস বিরতিতে এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায় বিসিবি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য এই সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আশি আর নব্বইয়ের দশকে ভারতের ডিস্কো মিউজিককে জনপ্রিয়তার তুঙ্গে তুলেছিলেন বাপ্পি লাহিড়ী। সেই সময়কার বলিউডের জনপ্রিয় গানগুলো তারই হাত ধরে আসে। একই সঙ্গে গায়ক, সুরকার হওয়ায় তাকে ‘ডিস্কো কিং’ বলেও সম্বোধন করা হতো। 

জনপ্রিয় এই মিউজিক ব্যক্তিত্ব বুধবার ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

টিআইএস/এনইউ