অথচ এ ম্যাচে খেলারই কথা ছিল না আফিফ-মিরাজের
ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলে ম্যাচ জিতিয়ে রীতিমতো নায়ক বনে গেছেন আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর তাদের অবিচ্ছেদ্য ১৭৪ রানের জুটিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। অথচ তাদের নাকি এ ম্যাচ খেলারই কথা ছিল না, এমনকি স্কোয়াডে ডাক পাওয়াও অনিশ্চিত ছিল আফিফ-মিরাজের!
ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলছিলেন, ‘আসলে এটা বিরাট ক্রাইসিস। পরশু দিনও নিশ্চিত ছিল না ওরা দুইজন খেলবে, স্কোয়াডে ওরা থাকবে কিনা এই নিশ্চয়তাও ছিল না। এখানে অন্য নামও ছিল। চিন্তা করছি ওরা যদি না খেলতো কি হতো?’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন পাপন, ‘আমার বাংলাদেশ জিতেছে। এটা খুশি না হওয়ার কোন কারণ নাই। আফগানিস্তানের সাথে ওয়ানডেতে আমরা যে জিতব, আমার ধারণা এটা সবাই জানতো। কিন্তু যে পরিস্থিতিতে আমরা পরেছিলাম এটাকে নিয়ন্ত্রণ করার মতো সাহস ও জয়ের দৃঢ়তা এটা যে আমাদের দুই ইয়াং স্টার দেখিয়েছে তা অসাধারণ।’
ক্যারিয়ার সেরা ইনিংসে আফিফ ৯৩ এবং মিরাজ অপরাজিত থাকেন ৮১ রানে। দুই ব্যাটসম্যানদের এমন ইনিংস দেখার পর নাজমুল জানালেন, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত অতোটাও খারাপ না, যতটা তিনি ভেবেছিলেন।
বিজ্ঞাপন
পাপন বলছিলেন, ‘আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের যেসব খেলোয়াড়রা আছে তাদের জন্য ভালো খবর। আমাদের ভবিষ্যত অতোটা খারাপ না। যতটা ভেবেছিলাম। তবে এটা যেমন খুশির ব্যাপার, তেমনি প্রথমদিকে আমরা যেভাবে উইকেটগুলো দিয়ে এসেছি সেটা একটা দুশ্চিন্তারও ব্যাপার।’
টিআইএস/এনইউ