নিজেরা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছেন না। প্রায় দেড় যুগ পরে বার্সেলোনা খেলছে ইউরোপা লিগে। তবে তাই বলে চ্যাম্পিয়ন্স লিগ উপভোগ করা তো বন্ধ থাকতে পারে না! বার্সেলোনা কোচ জাভি জানালেন, তিনি সেটা করবেনও না। আর কিছুক্ষণ পর যখন লিওনেল মেসি আর নেইমারের পিএসজি সান্তিয়াগো বের্নাবিউতে খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেই ম্যাচটা ঠিকই ঘরে বসে উপভোগ করবেন, জানালেন তিনি। 

ইউরোপা লিগে আগামীকাল তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বার্সেলোনা কোচ। সেখানে দল নিয়ে প্রশ্ন তো ছিলই, উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ-পিএসজির ম্যাচ প্রসঙ্গও।

সে প্রশ্নের উত্তরেই জাভি জানান, ম্যাচটা উপভোগ করবেন তিনি। বললেন, ‘আমি আজ ঘরেই থাকবো, আর ম্যাচটা দেখবো। এর জন্য আজ রাতের খাবার খেতে বাইরেও যাবো না আমি। আমি ম্যাচটা দেখবো, আর উপভোগ করবো।’

দেখবেনই বা না কেন, তার বন্ধু লিওনেল মেসি যে খেলছেন পিএসজির হয়ে, যার সঙ্গে তার সখ্যতা সেই কৈশোর থেকে! সেই মেসি আবার এক সময় ছিলেন রিয়াল মাদ্রিদের ত্রাস। ২৬ গোল আর ১৪টা অ্যাসিস্ট করেছেন রিয়ালের বিপক্ষেই।

রিয়ালের বিপক্ষে দুটো হ্যাটট্রিক আছে মেসির। তার শেষটা আবার এই সান্তিয়াগো বের্নাবিউতেই। রিয়ালের মাঠ তাই মেসির প্রিয় কি-না, এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল জাভিকে। তার উত্তরে বার্সা কোচ বললেন, ‘আমি বলবো না এটা তারই মাঠ। তবে সান্তিয়াগো বের্নাবিউ নয় শুধু, সব মাঠেই মেসি বিস্ময়জাগানিয়া পারফর্ম্যান্স উপহার দিয়েছে। আজ মেসির জন্য অনেক বড় একটা ম্যাচ অপেক্ষা করছে, সেটা প্যারিসের জন্যও, মাদ্রিদের জন্যও।’

নিজেরা যে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছেন না, তার আফসোসও ঝরল বার্সা কোচের কণ্ঠে। বললেন, ‘সত্যি বলতে, চ্যাম্পিয়ন্স লিগে খেলছি না, বিষয়টা দুঃখজনক। তবে এটা অসাধারণ এক ম্যাচ। যারা ফুটবল পছন্দ করেন, তারা এই ম্যাচটা নিশ্চিতভাবেই দেখবেন। আমি আশা করবো শ্রেষ্ঠ দলটাই যেন জেতে।’ 

কৈশোরের বন্ধু মেসি খেলছেন পিএসজিতে। খেলছেন তো নেইমারও! ব্রাজিলিয়ান তারকার সঙ্গে জাভি খেলেছেন দুই মৌসুম। তার সখ্যতাটা নেইমারের সঙ্গেও যে কম নয়, সেটাই যেন বুঝিয়ে দিলেন সাবেক বার্সা অধিনায়ক। রিয়ালের বিপক্ষে দুই জনকেই শুভকামনা জানালেন তিনি।

বললেন, ‘মেসি ও নেইমারকে শুভকামনা জানাচ্ছি, তারা আমার বন্ধু। সেরা মানুষটা জিতুক এটা চাই, তবে মেসি ও নেইমার জিতলেই বেশি ভালো হয়।’

এনইউ