হালান্ডের সঙ্গে দেখা করেছেন কি না, সোজা উত্তর দিলেন না জাভি
একদিকে রিয়াল মাদ্রিদ ছুঁটছে কিলিয়ান এমবাপের জন্য। আরেকদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লক্ষ্য আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকাকে দলে নিতে নাকি ইতোমধ্যে তার সঙ্গে জার্মানিতে গিয়ে দেখাও করে এসেছেন কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ।
এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই ডালপালা মেলছে। ইউরোপা লিগে গ্যালাতাসারে ম্যাচের আগেও উঠে এল ওই প্রসঙ্গ। জাভি অবশ্য সরাসরি কোনো উত্তর দিলেন না। তবে তার কথায় ইঙ্গিত মিলেছে, বৈঠকটা সত্যিই হয়েছে। জাভি বলছেন, কোনো খেলোয়াড়ই বার্সেলোনাকে প্রত্যাখ্যান করবে না।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে দেখা করেছেন কি না এমন প্রশ্নের জবাবে বার্সা কোচ বলেছেন, ‘এটা কি নিশ্চয়তা দিচ্ছেন (বৈঠকের) নাকি প্রশ্ন করছেন?’ এরপরই হাসতে শুরু করেন বার্সেলোনা কোচ।
জাভি বলেন, ‘দেখুন, বার্সেলোনার জন্য চুক্তি করানোর জন্য এটা সবসময়ই ভালো মুহূর্ত। আমার জন্য, এটাই পৃথিবীর সেরা ক্লাব। আর সত্যি বললে, আমি কোচ হিসেবে এখানে আসার পর পৃথিবীর কোনো ফুটবলারই বার্সাকে প্রত্যাখ্যান করবে না।’
বিজ্ঞাপন
কীভাবে খেলোয়াড়দের বার্সেলোনায় যোগ দিতে উদ্বুদ্ধ করেন এমন প্রশ্নের জবাবে জাভি বলেছেন, ‘তাদের ব্যাখ্যা করি কীভাবে আমরা খেলি, অনুশীলন করি। তাদের বলি, এখানে ম্যাচে বিশবারের বদলে ৪০ বার বল ছুঁতে হয়।’
‘আমি তাদের ক্লাবের ব্যাপারে বলি আর বলি শহরটা কত সুন্দর। আমি তাদের বুঝাই এটা একটা সুবর্ণ সুযোগ যেকোনো খেলোয়াড়ের জন্য। খেলার ধরণ তাদের আরও ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করবে।’
জাভির শুরুর সময়টাতে অনেকেই বলেছেন, এখনও বার্সার দায়িত্ব নিতে তৈরি নন তিনি। তবে কোচ হিসেবে যোগ দিয়ে জাদুর কাঠির মতো বদলে দিয়েছেন দলটিকে। প্রমাণ করেছেন বার্সেলোনার দুঃসময়ে তিনিই হতে পারেন স্বপ্ন সারথী। জাভিও বলছেন, এই দায়িত্ব পাওয়াটা তার জন্য আনন্দের।
তিনি বলেছেন, ‘তাড়াতাড়ি এসেছি কি না আমি জানি না। কেবল এটা বলতে পারি হুয়ান লাপোর্তার কাছে আমি কৃতজ্ঞ। সে আমার সামনে লক্ষ্যটা ঠিক করে দিয়েছে, আমি সেটাতে আনন্দিত। সে আমাদের কাজ করার ও দারুণ একটা দল তৈরির সুযোগ দিয়েছে। আমি জানি না সে আগে আসলে কী হতো।’
এমএইচ/এটি