ছবিটা গেল ডিসেম্বরে সাফ অ-১৯ নারী ফুটবলের ফাইনাল জেতার পর। তবে সেবারের দলের সঙ্গে এবারের পার্থক্য বেশ। বদলে যাচ্ছে বেশ কিছু মুখ। তবু শিরোপাই চায় বাংলাদেশ/ফাইল ছবি

তিন মাস আগেই বাংলাদেশ সাফ অ-১৯ নারী দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এবার ভারতের জামশেদপুরে সাফ অ-১৮ নারী টুর্নামেন্ট খেলতে যাচ্ছে কোচ ছোটনের দল। এই টুর্নামেন্টের অধিনায়ক শামসুন্নাহার ভারত থেকে ট্রফি নিয়ে দেশে ফিরতে চান। 

আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য জানুয়ারি প্রথম থেকে আজ পর্যন্ত অনুশীলন করছি। শারীরিক, মানসিক, ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি সব দিক থেকে প্রস্তুত।’

বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যগুলো এসেছে মারিয়া, তহুরা, মার্জিয়া, আনাইয়ের মাধ্যমে। তারা ১৮ বছর অতিক্রম করায় আর সুযোগ নেই এই টুর্নামেন্ট খেলার। খেলোয়াড়দের রদবদল সম্পর্কে কোচ বলেন, ‘ডিসেম্বরে অ-১৯ খেলা দলের ১০ জন নেই। এই দলে পাঁচ জন রয়েছেন যাদের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা নেই। আমরা জাতীয় দল ও বিকেএসপির সঙ্গে খেলায় তাদের জন্য অভিজ্ঞতা হয়েছে।’ 

অপেক্ষাকৃত নতুন দল হলেও ছোটন দল নিয়ে আশাবাদী, ‘তিনটি দলই সমান শক্তির। আমাদের জন্য চ্যালেঞ্জিং। সবাই নিজের সেরাটা দিয়ে ভালো ফলাফলই করবে।’ কোচের সঙ্গে সুর মেলালেন অধিনায়ক শামসুন্নাহার, ‘তিন দল শক্তিশালী, আমরাও শক্তিশালী। মাঠে যারা সেরা তারাই সেরা হবে। দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা একদম নতুন নয়, অ-১৫ অধিনায়ক ছিলাম আমি। সেই দলের অনেকে আছে। আমরা ট্রফি আনতেই যাব।’ 

ভারতের জামশেদপুরে সন্ধ্যা সাতটায় হবে ম্যাচ। ওই সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি থাকবে। তাই সকাল ১১ টায় বাংলাদেশ দল তিনটি অনুশীলন ম্যাচ খেলেছে। টুর্নামেন্টে স্বাগতিক ভারত, বাংলাদেশ ও নেপাল খেলছে। প্রতি দল একে অন্যের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। একাধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড বিবেচ্য হবে। তাই বাংলাদেশের কোচের কাছে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো।

আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, মহিলা দলের দলনেতা জাকির হোসেন চৌধুরী, মহিলা দলের পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংকের কর্মকর্তা এখলাসুর রহমান। বাংলাদেশ দল ১২ মার্চ ভারতের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ দলের সব ফুটবলার ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছে। 

এজেড/এনইউ/এটি