বার্সার টাকায় হালান্ডকে ভাগিয়ে নিচ্ছে গার্দিওলার সিটি!
টাকা নেই বলে লিওনেল মেসিকে গেল বছর নতুন চুক্তি সই করিয়ে দলে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। তবে চলতি বছর সে সমস্যাটা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে বার্সেলোনা। ইতোমধ্যেই সাড়ে ৫০০ কোটি টাকায় ম্যানচেস্টার সিটি থেকে ফেররান তরেসকে দলে ভিড়িয়েছে দলটি। আছে আর্লিং হালান্ডকে দলে ভেড়ানোর দৌড়েও। এই দৌড়ে অবশ্য রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো দলও আছে।
ইউরোপ থেকে সবশেষ খবর আসছে, আর্লিং হালান্ডকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান এই তারকাকে কিনতে ১৩০০ কোটি টাকার প্রস্তাবও দিয়ে বসেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা, এই খবর জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল।
বিজ্ঞাপন
এখন সিটি আলোচনা করছে হালান্ডের সঙ্গে। কথা হচ্ছে ব্যক্তিগত সব শর্ত নিয়ে। ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, ফুটবল বিশ্বের তরুণ এই তারকাকে দলে ভেড়াতে বেশ আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার দল।
ডেইলি মেইলের সেই প্রতিবেদনে বলা হচ্ছে, তাকে দলে ভেড়াতে ১৩০০ কোটি টাকার প্রকল্প নিয়ে এগোচ্ছে সিটি। যেখানে ৭৫০ কোটি টাকা যাবে হালান্ডের রিলিজ ক্লজ পরিশোধ করতে, বাকি অংশ যাবে তার এজেন্ট মিনো রাইয়োলা ও তার বাবা অ্যালফ ইং হালান্ডের পকেটে।
বিজ্ঞাপন
সেই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, বার্সেলোনা নয়, এক্ষেত্রে সিটির প্রধান প্রতিপক্ষ হচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদ মাধ্যম শেষ কিছু দিনে জানাচ্ছিল, ভবিষ্যৎ গন্তব্য হিসেবে স্পেনকেই পছন্দ হালান্ডের। তবে সিটির এই প্রস্তাবের পর বল এখন বরুসিয়া ডর্টমুন্ড তারকার কোর্টে, তিনিই এখন সিদ্ধান্ত নেবেন মত বদলে ইংল্যান্ডে যাবেন কি-না।
আর পিএসজি এই দৌড়ে আছে, কারণ কিলিয়ান এমবাপে দল ছাড়লে তার শূন্যস্থান পূরণ করতে চায় হালান্ডকে দিয়ে। তবে সেটা অনেক পরের বিষয়। হালান্ড নিজেই যদি ঠিক করে ফেলেন তিনি ইংল্যান্ড বা স্পেনে যাবেন, সেক্ষেত্রে পিএসজির তাকে পাওয়ার সম্ভাবনা শূন্য।
ইংলিশ সংবাদ মাধ্যমের খবর, সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। সিটি ইতোমধ্যেই হালান্ডকে দলে ভেড়ানোর বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে সবচেয়ে বেশি। শোনা যাচ্ছে, আর্থিক বিষয়টাও তাদের কাছে কোনো সমস্যা নয়।
শেষ শীতকালীন দলবদলেই বার্সেলোনা ফেররান তরেসকে নিতে ৫৫০ কোটি টাকা দেওয়ার চুক্তিতে সই করেছে সিটির সঙ্গে। যদিও দুই দলের চুক্তি হয়েছে টাকাটা একাধিক কিস্তিতে দেওয়ার। তবে সেটাই এখন আসছে দলবদলে সিটিকে স্বাচ্ছন্দ্যে রাখবে আরেকটু।