বাংলাদেশ অ-১৮ ফুটবল দল আজ বিকেলে ভারতের জামশেদপুরে অবস্থিত জেএফ এরেনাতে দেড় ঘন্টা অনুশীলন করেন। গতকাল রোববার বাংলাদেশ দলের তিন জনের করোনা পজিটিভ আসায় অনুশীলন করতে পারেনি। আজ সকালে পুনরায় টেস্ট করানোর পর বিকেলে সবার নেগেটিভ আসে শুধুমাত্র এক অফিসিয়াল বাদে। ফুটবলার, কোচ সহ সবার নেগেটিভ আসায় আজ বিকেলে অনুশীলন হয়েছে।

অনুশীলন শেষে বাংলাদেশের দুই ফুটবলার আনিকা তানজুম ও মাহফিজা খাতুন বলেন,‌ আমাদের সবার নেগেটিভ আসায় আজ অনুশীলন করেছি। সবাই ভালো ও সুস্থ আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন '। 

সাফ অ-১৮ চ্যাম্পিয়নশীপ আগামীকাল শুরু হচ্ছে। স্বাগতিক ভারত উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটায়। একই সময়ে ১৭ মার্চ বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ম্যাচের সময়য়ের সাথে মিল রেখে বাংলাদেশ দল অনুশীলন করতে চাইলেও সেই সুযোগ পায়নি আজ। আগামীকালের অনুশীলন সূচি এখনো ঠিক হয়নি। ভারতের জামশেদপুর শহরে দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সন্ধ্যায় নেমে দাড়ায় ২৭-৩০ ডিগ্রি সেলসিয়াস।

এজেড/