ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফুটবলার তাদের দলে। তার সম্ভাব্য শেষ বিশ্বকাপও হতে পারে এটিই। তিনিই খেলবেন না কাতার বিশ্বকাপে! এমনটা হওয়ার খুব কাছাকাছিই আছে। পর্তুগালকে যে বিশ্বকাপ খেলতে হলে পাড় করতে হবে কঠিন বাধা। 

আগামী ২৪ মার্চ পোর্তোয় তুরস্কের বিপক্ষে প্লে-অফের ‘সি’ গ্রুপে ‘সেমিফাইনাল’ নামের প্রথম ধাপে খেলবে পর্তুগাল। এই ম্যাচের জয়ী দল পরে খেলবে ইতালি ও নর্থ মেসিডোনিয়ার মধ্যকার আরেক ম্যাচের জয়ী দলের বিপক্ষে। এই ম্যাচটিকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মনে করছেন দলটির কোচ ফার্নান্দো সান্তোস

তিনি বলেছেন, ‘আমাদের জন্য হিসাবটা সহজ- জিততে হবে, অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ পর্তুগালের কোচ হিসেবে। সবচেয়ে কঠিন নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ভক্তদের জন্য বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। এক মাসেরও বেশি সময় আগে (প্লে-অফের) টিকেট বিক্রি হয়ে গিয়েছিল কয়েক মিনিটের মধ্যে। আমরা তাদের হতাশ করতে পারি না।’

সান্তোসের হাত ধরেই প্রথম মেজর শিরোপা জিতেছিল পর্তুগাল। পেয়েছিল ইউরো জয়ের স্বাদ। কাতার বিশ্বকাপে খেলার পথেও ভালোভাবেই ছিল তারা। শেষ ম্যাচে ড্র করলেই বিশ্বকাপে চলে যেত তারা। কিন্তু সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। তাতে নেমে আসতে হয় প্লে অফে।

বৃহস্পতিবার দল ঘোষণার পর এ নিয়ে সান্তোস বলেছেন, ‘আমরা সবশেষ সাতটির মধ্যে কেবল একটি ম্যাচ হেরেছি। কিছু বিষয় আমাদের ভালো কাটেনি, আমরা সার্বিয়ার বিপক্ষে একটি ম্যাচে জিততে পারিনি।’

‘আমরা খুব হতাশ ছিলাম ম্যাচটা হারার পর। তবে এখন গুরুত্বপূর্ণ কাজ হলো (বাছাইপর্ব থেকে) ইতিবাচক দিকগুলো নিতে হবে এবং আবার জেতার চেষ্টা করতে হবে। প্রতিভা ম্যাচ জেতাবে, কিন্তু একটি দল চ্যাম্পিয়নশিপ জেতাবে। খেলোয়াড়রা এটা জানে এবং তারা সঠিক ভাবনায় আছে।’

এমএইচ