মেসিদের বিদায়ঘণ্টা বাজানো রিয়াল মাদ্রিদ এবার চেলসির মুখোমুখি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল লিওনেল মেসির পিএসজির। ইতিহাসের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে।
গত বুধবার রাতে শেষ ষোলোর শেষ দুই ম্যাচ শেষে নির্ধারিত হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দল। আজ বিকেলে এক অনুষ্ঠানে নির্ধারিত হয়েছে কোন দলের প্রতিপক্ষ হচ্ছে কে। সেখানেই প্রথম দল হিসেবে উঠে আসে রিয়াল মাদ্রিদের নাম। এরপর চেলসিকে তারা পায় প্রতিপক্ষ হিসেবে।
বিজ্ঞাপন
ড্রয়ের পরের নামটা ছিল ম্যানচেস্টার সিটির। মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকোর মুখোমুখি হবে দলটি। স্পেন থেকে আরও একটি দল কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। জুভেন্তাসকে বিদায় করা সেই ভিয়ারিয়াল এবার বায়ার্ন মিউনিখের সামনে পড়েছে। শেষ আটের অন্য লড়াইয়ে ২০১৯ সালের চ্যাম্পিয়ন লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এসএল বেনফিকাকে।
এক নজরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের সব লড়াই
কোয়ার্টার ফাইনাল ১: রিয়াল মাদ্রিদ-চেলসি
কোয়ার্টার ফাইনাল ২: ম্যানচেস্টার সিটি-অ্যাটলেটিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৩: ভিয়ারিয়াল-বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ৪: বেনফিকা-লিভারপুল
বিজ্ঞাপন
সেমিফাইনালের লড়াইগুলোও নির্ধারিত হয়ে গেছে আজকের এই ড্রয়ে। কোয়ার্টার ফাইনাল ২ এর বিজয়ী দল সেমিফাইনালে লড়বে কোয়ার্টার ফাইনাল ১ এর জয়ী দলের বিপক্ষে। অন্য সেমিফাইনালে কোয়ার্টার ফাইনাল ৪ এর বিজয়ী দলের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনাল ৩ জয়ীরা।
ফাইনালে হোম দল হিসেবে থাকবে সেমিফাইনাল ২ এর বিজয়ী। সেমিফাইনাল ১ এর বিজয়ী দল ফাইনালে থাকবে অ্যাওয়ে দল হিসেবে।
এনইউ