মালদ্বীপে পৌঁছেছে ক্যাবরেরার বাংলাদেশ
পাঁচ মাস পর আবার জামাল ভূঁইয়ারা দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালেতে। সকাল সোয়া এগারোটায় ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে বাংলাদেশ দল মালের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে মালদ্বীপে পৌঁছায়।
গত সেপ্টেম্বরে বাংলাদেশ মালে গিয়েছিল সাফ টুর্নামেন্ট খেলতে। এবারের মালদ্বীপ যাত্রা অবশ্য বেশ সংক্ষিপ্ত, স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য মালেতে পৌঁছেছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ দলের এটিই প্রথম সফর। বিদেশির মাটিতে বাংলাদেশের কোচ হিসেবে আগামীকাল প্রথম অনুশীলন করাবেন। আজ রাতে টিম হোটেলে হালকা জিম করার কথা রয়েছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় ক্যাবরেরা জামালদের অনুশীলন করাবেন। বাংলাদেশ দলের সবাই সুস্থ রয়েছেন।
মালে খুব ছোট্ট শহর। সফরকারী দলকে অনেক সময় রাজধানী মালের বাইরে অন্য জায়গায় রাখে স্বাগতিকরা। বাংলাদেশকে অবশ্য এবার মালেতেই রাখছে আয়োজকরা। ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচ খেলতে নামবেন জামালরা।
বিজ্ঞাপন
এজেড/এনইউ