১০ দিনে রিয়াল মাদ্রিদকে তৃতীয়বার হারাল বার্সেলোনা
বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুর্দশা যেন কাটছেই না। নারী ও পুরুষ দলের লড়াই মিলিয়ে চলতি মাসে চার বার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা দলটির। তবে শুরুর তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটি। সবশেষ গত রাতে নারী চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নিজেদের মাঠ এস্তাদিও আলফ্রেদো দি স্তেফানোয় এগিয়ে গিয়েও ৩-১ গোলে হেরে বসেছে দলটি।
গত ১৩ মার্চ বার্সেলোনা নারী দলের কাছে স্প্যানিশ লিগে ৫-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এরপর লা লিগায় বার্সেলোনার পুরুষ দলও রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছিল ৪-০ গোলে।
বিজ্ঞাপন
তবে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের নারীরা শুরুতে ভিন্ন কিছুরই আভাস দিচ্ছিলেন। নারী চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে ওলগা কারমোনার গোলে ৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল দলটি। বার্সেলোনাও নিজেদের চেনা ঢঙে খেলতে পারছিল না শুরু থেকে। প্রথমার্ধেও কোনো জবাব আসেনি বার্সেলোনার পক্ষ থেকে, ৫৭ শতাংশ বলের দখল থাকার পরেও। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই রিয়াল মাদ্রিদ যায় বিরতিতে।
তবে বিরতি থেকে ফিরতেই বদলে যায় বার্সেলোনা, ফেরে চেনা ছন্দে। ৫৩ মিনিটে পায় পেনাল্টি, ব্যালন ডি'অর বিজয়ী অ্যালেক্সিয়া পুতেয়াসের গোলে সমতা ফেরায় বার্সেলোনা।
বিজ্ঞাপন
তবে জয়সূচক গোলের জন্য ৮১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে। ক্লদিয়া পিনা দারুণ এক চিপে বলটা জড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের জালে। যোগ করা সময়ে প্রতি আক্রমণে উঠে এসে পুতেয়াস করেন গোল। তাতেই ৩-১ গোলের দারুণ এক জয় নিয়ে রিয়ালের মাঠ ছাড়ে বার্সেলোনা।
দুই দল ফিরতি লড়াইয়ে মাঠে নামবে আগামী ৩০ মার্চ। সেই ম্যাচে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে লড়বে দুই দল।
এনইউ/এটি