বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। ২৪ দলের এ টুর্নামেন্টে আট গ্রুপ খেলা হবে। দেশের অন্যতম শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ‘সি’ গ্রুপে পড়েছে। এ গ্রুপের অন্য দুই দল বৈশাখী টিভি ও একাত্তর টেলিভিশন।

আট গ্রুপের আট চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনাল খেলবে। ২৭ মার্চ থেকে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

ড্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা, স্কয়ার গ্রুপের হেড অফ মার্কেটিং জেসমিন জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি।

বিএসজেএ মিডিয়া ফুটবলের গ্রুপিং
গ্রুপ এ- ইন্ডিপেনডেন্ট টিভি, মাছরাঙা টিভি, জনকণ্ঠ
গ্রুপ বি- সময় টিভি, বাংলাভিশন, মানবজমিন
গ্রুপ সি- একাত্তর টিভি, বৈশাখী টিভি ও ঢাকা পোস্ট
গ্রুপ ডি- নিউজ ২৪, দ্য ডেইলি স্টার ও ইনকিলাব
গ্রুপ ই- টি স্পোর্টস, চ্যানেল আই ও যুগান্তর
গ্রুপ এফ- যমুনা টিভি, সমকাল ও প্রথম আলো
গ্রুপ জি- জিটিভি, ঢাকা ট্রিবিউন ও ডেইলি সান
গ্রুপ এইচ- জাগো নিউজ, একুশে টিভি ও কালের কণ্ঠ

এজেড/