জয়ে শুরু ঢাকা পোস্টের
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ঢাকা পোস্ট শুভসূচনা করেছে। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা পোস্ট ৩-১ গোলে হারিয়েছে একাত্তর টিভিকে। আগামীকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে বৈশাখী টিভির মুখোমুখি হবে ঢাকা পোস্ট।
খেলার শুরু থেকে গোলের জন্য চেষ্টা করে দুই দলই। প্রথমার্ধে এ চেষ্টায় সফল হয় ঢাকা পোস্ট। ঢাকা পোস্টের হয়ে গোলের সূচনা করেন মনি আচার্য।
বিজ্ঞাপন
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে ঢাকা পোস্ট। এবার গোল করেন শফিকুল ইসলাম। এরপর এক গোল শোধ করে একাত্তর টিভি ম্যাচে ফেরার চেষ্টা করে।
তবে ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে জসিম উদ্দিনের গোলে ৩-১ এ এগিয়ে যায় ঢাকা পোস্ট। এই স্কোরলাইনেই শেষ হয় খেলা। অবশ্য ঢাকা পোস্টকে বেশ কয়েকবার গোল হজমের হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক মাহমুদুল হাসান বাপ্পি।
বিজ্ঞাপন
ম্যাচসেরার পুরস্কার পান ঢাকা পোস্টের মনি আচার্য। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর হাত থেকে ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং বিএসজেএ সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
ঢাকা পোস্টের হয়ে আজ খেলায় অংশ নেন অধিনায়ক শামীম হোসেন মজুমদার, শফিকুল ইসলাম, মাহফুজুল ইসলাম, মনি আচার্য, জসীম উদ্দীন, মেহেদী হাসান শিপন ও মাহমুদুল হাসান।
এজেড/এনইউ/জেএস