জাদুর কাঠির মতোই বার্সেলোনাকে বদলে দিয়েছেন জাভি হার্নান্দেজ। ভুগতে থাকা দলটি ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। সর্বশেষ এল ক্লাসিকোতেও দিয়েছে ফেরার বার্তা। রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

এরপর থেকে জাভির প্রশংসায় পঞ্চমুখ সবাই। এবার ওই তালিকায় যোগ দিলেন লিভারপুল কিংবদন্তি ও অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড। জাভিকে নিয়োগ দেওয়া বার্সার জন্য মাস্টারস্ট্রোক ছিল।

তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় জাভিকে নিয়োগ দেওয়া একটা মাস্টারস্ট্রোক ছিল। সে এমন একজন, যার ডিএনএতে বার্সেলোনা আছে আর অনেক বছর ধরে বিশ্ব মানের ফুটবলার ছিল।’

কেন জাভিকে নিয়োগ দেওয়া কেন মাস্টারস্ট্রোক এ নিয়ে তিনি বলেছেন, ‘সে অবশ্যই স্টাইল ও বার্সেলোনার মানুষ কী চায় সেটা জানে। আর কিছু চ্যালেঞ্জিং সময়ের পর এখন মনে হচ্ছে তারা তাদের জায়গায় ফিরে আসছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ফলটা অসেক বড় কিছু। আমার মতো দূরে থাকা বার্সা ভক্তের জন্য, তাদের ফিরতে দেখাটা খুব ভালো ব্যাপার।’

খেলোয়াড় জাভির মতো কোচেরও খেলা দেখেন জেরার্ড, ‘আমার মতো কোচের জায়গায় থাকলে আপনাকে সবার কাছ থেকে শিখতে হবে। জাভির আশেপাশে অনেক মিডিয়া ছিল কারণ অবশ্যই সে বিশ্বমানের খেলোয়াড় ছিল। সে এমন একজন খেলোয়াড় হিসেবে যার প্রতি আমার পূর্ণ সম্মান আছে। আর অবশ্যই কোচ হিসেবেও আমি তাকে দেখি।’

এমএইচ/এটি